আবারো মুশকিলের সম্মুখীন, নতুন বিতর্কে জড়াল দীপিকার ‘ছপাক’

কৌশিক পোল্ল্যে: অ্যাসিডাক্রান্ত লক্ষী আগরওয়ালের আত্মজীবনী নিয়ে তৈরি হওয়া বায়োপিক ‘ছপাক’ যার মুখ্য ভূমিকায় রয়েছেন দীপিকা পাডুকোন। ছবির ট্রেলারে দর্শকসহ সমালোচকরাও দীপিকার অভিনয়ের ভূয়সী প্রংশসা করেছেন। লক্ষীর জীবনে ঘটে যাওয়া কালো ইতিহাস বা ছবি নিয়ে হওয়া দীপিকার মানসিক অবসাদের গল্প, এই সবকিছু নিয়ে ছবিটি বেশ কয়েকদিন ধরেই লাইমলাইটে রয়েছে।

মেঘনা গুলজার পরিচালিত ‘ছপাক’ বেশ কিছু বিতর্কেও জড়িয়ে পড়ে সে খবর কারোরই অজানা নয়। লক্ষী দাবী করেছিলেন এই ছবির জন্য তিনি কোনো টাকা পাননি। এ মন্তব্যেও কম সমালোচনা হয়নি। এসব থেকে সামলে ওঠার পরমূহুর্তেই নতুন বিতর্কে জড়াল এই ছবি। সিনেমার গল্পের ওপর নকল করার আরোপ এসেছে এবং কোর্টে কপিরাইট কেসও চাপানো হয়েছে ছপাকের ওপর।

আরও পড়ুন : বড়দিনে ছোটদের সঙ্গে মন খুলে উজ্জাপন করলেন ঋতাভরী

সম্প্রতি লেখক রাকেশ ভারতী দাবী করেন এই একই বিষয়ের ওপর তিনি ‘ব্ল্যাক ডে’ নামক একটি গল্প লেখেন 2015 সালে এবং তা নিয়ে সিনেমা তৈরির বিষয়ে প্রযোজকদের সঙ্গে কথাও বলেন, কিন্তু মেঘনার ছবিতে হওয়া ঘটনাবলীর সঙ্গে নিজের গল্পের হবহু মিল পাচ্ছেন তিনি এরকমই দাবী করে সাক্ষ্য হিসেবে প্রমান দিতেও প্রস্তুত এমনটাই জানালেন রাকেশ।

এই মর্মে তিনি ছপাকের নির্মাতাদের কাছে অভিযোগ জানিয়ে একটি চিঠি লেখেন কিন্তু চিঠির উত্তর না মেলায় তিনি কোর্টের শরনাপন্ন হন। ছবিটির ওপর কপিরাইটের কেস চেপেছে। পরবর্তীকালে কী হবে তা এখনই বলা সম্ভব নয়। যদিও এই বিষয়ে দীপিকার তরফে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আসেনি।