টেক বার্তা

সোশ্যাল মিডিয়ার সাথে আধার সংযুক্তিকরণের আর্জি খারিজ করলো দিল্লি হাইকোর্ট

Advertisement

ফের আধার সংযুক্তিকরণ নিয়ে বিতর্ক। ব্যাংক অ্যাকাউন্ট, প্যান কার্ড থেকে শুরু করে যাবতীয় সরকারি প্রকল্পের ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করার চেষ্টা আগেই করেছে কেন্দ্র, যদিও তা পুরোপুরি সম্ভব হয়নি।

এবার ফেসবুক, টুইটার এর মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া গুলিতে আধার, প্যান কার্ড বা ভোটার কার্ড সংযুক্তিকরণে সম্মতি দিলো না দিল্লি হাইকোর্ট। দিল্লি হাইকোর্টের মতে এভাবে আধার, প্যান কার্ড সংযোগ করলে ভারতীয়দের ব্যক্তিগত তথ্য বিদেশে চলে যাবে।

মঙ্গলবার দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, এইসব সোশ্যাল মিডিয়া গুলোর সাথে আধার বা প্যান কার্ড জুড়তে হলে কেন্দ্রকে নীতি নির্ধারণ করতে হবে বা আইনে সংশোধন করতে হবে। যেটা আদালতের পক্ষে সম্ভব নয়, তাই যেরকম আইন আছে সেই অনুযায়ীই রায় দেওয়া হলো।

সোশ্যাল মিডিয়ার সাথে আধার বা প্যান সংযোগের পিছনে কেন্দ্রীয় সরকারের মূলত যুক্তি ছিল, ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিকে নিয়ন্ত্রণ করা। কিন্তু আদালতের মতে মাত্র ২০ শতাংশ ভুয়ো অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করতে গিয়ে বিপুল পরিমাণে ভারতীয়দের তথ্য বিদেশে চলে যাবে। এর আগে মাদ্রাজ হাইকোর্টও একই দাবি খারিজ করেছিল।

Related Articles

Back to top button