Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ডার্বির সম্ভব্য প্রথম একাদশ!

Updated :  Sunday, September 1, 2019 12:04 PM

আর কিছুক্ষণ বাদেই সল্টলেক যুবভারতীতে মেগা ডার্বি দু’ভাগ হবে কলকাতা ঘটি বাঙালের লড়াই দেখবে মহানগর। দুই দলেই জোর কদমে প্রস্তুতি সেরেছে দুই কোচেরই প্রায় তৈরি তাদের প্রথম একাদশ। আসুন দেখে যেওয়া যাক সম্ভব্য প্রথম একাদশ।

ইস্টবেঙ্গল :- গোলেকিপার- মিরশাদ/রালতে
ডিফেন্স – কমলপ্রীত, আশির, মার্তি, মনোজ/অভিষেক
মাঝমাঠ – কাশিম, ডিকা, পিন্টু, ব্রান্ডন
ফরওয়ার্ড – কোলাডো ও বিদ্যাসাগর
পরিবর্ত হিসেবে নামতে পারেন সামাদ,মার্কোস,রোনাল্ডো। গতিময় ফুটবলেই বাজিমাৎ করতে চাই ইস্টবেঙ্গল থিঙ্কট্যাঙ্ক।
মোহনবাগান :- গোলকিপার – দেবিজিৎ
ডিফেন্স :- চুল্লোভা, গুরজিন্দর, ফ্রান মোরান্তে, অরিজিৎ বাগুই
মাঝমাঠ – বেইতিয়া, নাওরেম, ব্রিটো, ইমরান
ফরওয়ার্ড – সুহের ও চামোরো
মাঝমাঠের রাশ নিজেদের দিকে টেনে ম্যাচের রঙ পাল্টানোর লক্ষে সবুজ মেরুন কী প্লেয়ার হতে পারেন বেইতিয়া ও নাওরেম।