বাঙালি ডিজাইনারের হাতে সাজলেন নেহা-রোহনপ্রীত, ভাইরাল বিয়ের ছবি

আবার বাঙালির শিল্পের জয়। ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের হাত ধরে কে কে সাজেননি বলুন তো? বিরুষ্কাও সেজে উঠেছিলো তাঁদের বিয়ের পূণ্য লগ্নে। এবারে সঙ্গীত জগতের মিষ্টি গায়িকা ও পাঞ্জাবী গায়ক রোহনপ্রীত…

Avatar

আবার বাঙালির শিল্পের জয়। ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের হাত ধরে কে কে সাজেননি বলুন তো? বিরুষ্কাও সেজে উঠেছিলো তাঁদের বিয়ের পূণ্য লগ্নে। এবারে সঙ্গীত জগতের মিষ্টি গায়িকা ও পাঞ্জাবী গায়ক রোহনপ্রীত সাজলেন পিঙ্ক লেহেঙ্গা ও পিঙ্ক পাঞ্জাবীতে।

বাঙালি ডিজাইনারের হাতে সাজলেন নেহা-রোহনপ্রীত, ভাইরাল বিয়ের ছবি

বিয়ের দিন গোলাপী রঙের লেহঙ্গায় সেজে ওঠেন নেহা কক্করকে। নেহার সঙ্গে রং মিলিয়েই বিয়ের দিন পোশাক পরতে দেখা যায় রোহনপ্রীত সিংকে।

বাঙালি ডিজাইনারের হাতে সাজলেন নেহা-রোহনপ্রীত, ভাইরাল বিয়ের ছবি

নেট নাগরিকদের একাংশ অবশ্য মনে করেন বিরাট-অনুষ্কাকে অনুকরন করেছে সঙ্গীত জগতের এই কাপল।

বাঙালি ডিজাইনারের হাতে সাজলেন নেহা-রোহনপ্রীত, ভাইরাল বিয়ের ছবি

আদিত্য নারায়ণ প্রথমেই বলেছিলেন নেহার বিয়ে দিল্লিতে হবে। তাই দিল্লির গুরুদ্বারে বিয়ের পর সেখানে প্রথম রিসেপশনে হাজির হন নেহা, রোহন।

বাঙালি ডিজাইনারের হাতে সাজলেন নেহা-রোহনপ্রীত, ভাইরাল বিয়ের ছবি

এরপর পঞ্জাবে বসে তাঁদের দ্বিতীয় রিসেপশনের আসর।

বাঙালি ডিজাইনারের হাতে সাজলেন নেহা-রোহনপ্রীত, ভাইরাল বিয়ের ছবি

একটা নয় একদম পরপর ২টি রিসেপশনে হাজির হওয়ার পর মঙ্গলবার মুম্বইতে ফেরেন নেহা-রোহনপ্রীত সিং।