আবার বাঙালির শিল্পের জয়। ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের হাত ধরে কে কে সাজেননি বলুন তো? বিরুষ্কাও সেজে উঠেছিলো তাঁদের বিয়ের পূণ্য লগ্নে। এবারে সঙ্গীত জগতের মিষ্টি গায়িকা ও পাঞ্জাবী গায়ক রোহনপ্রীত সাজলেন পিঙ্ক লেহেঙ্গা ও পিঙ্ক পাঞ্জাবীতে।

বিয়ের দিন গোলাপী রঙের লেহঙ্গায় সেজে ওঠেন নেহা কক্করকে। নেহার সঙ্গে রং মিলিয়েই বিয়ের দিন পোশাক পরতে দেখা যায় রোহনপ্রীত সিংকে।

নেট নাগরিকদের একাংশ অবশ্য মনে করেন বিরাট-অনুষ্কাকে অনুকরন করেছে সঙ্গীত জগতের এই কাপল।

আদিত্য নারায়ণ প্রথমেই বলেছিলেন নেহার বিয়ে দিল্লিতে হবে। তাই দিল্লির গুরুদ্বারে বিয়ের পর সেখানে প্রথম রিসেপশনে হাজির হন নেহা, রোহন।

এরপর পঞ্জাবে বসে তাঁদের দ্বিতীয় রিসেপশনের আসর।

একটা নয় একদম পরপর ২টি রিসেপশনে হাজির হওয়ার পর মঙ্গলবার মুম্বইতে ফেরেন নেহা-রোহনপ্রীত সিং।













A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’