Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মাত্র 1 টাকার প্ল্যান আনল Vodafone-Idea, জানুন কী কী সুবিধা পাবেন

Updated :  Tuesday, May 21, 2024 10:00 AM

ভারতের বাজারে টেলিকম অপারেটররা অনেক প্রিপেইড রিচার্জ প্ল্যান অফার করছে। এবার ভোডাফোন-আইডিয়া (Vi) একটি নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে, যার দাম মাত্র ১ টাকা। যেসব গ্রাহকের কম খরচে কলিং সুবিধা প্রয়োজন তাদের জন্য এই প্ল্যানটি উপযোগী।

রিপোর্টে বলা হয়েছে, Vi এর এই নতুন প্ল্যানটি ৭৫ পয়সা টক টাইম পায় এবং এর প্ল্যানের বৈধতা পুরো দিন। কোনও ডেটা বা এসএমএস সুবিধা নেই। এই প্ল্যান থেকে রিচার্জের ক্ষেত্রে, ভোডাফোন-আইডিয়ার নেটওয়ার্কে সকাল ১০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত বিনামূল্যে অন-নেট কলিংয়ের সুবিধাও পাওয়া যায়।

নতুন প্ল্যানটি সেই গ্রাহকদের জন্য কার্যকর হতে পারে যারা ৯৯ টাকা, ১৯৮ টাকা বা ২০৪ টাকার প্ল্যান রিচার্জ করেছেন এবং তাদের টকটাইম শেষ হয়ে গিয়েছে। এই জাতীয় গ্রাহকরা নতুন প্ল্যানটি রিচার্জ করতে পারবেন এবং ৭৫ পয়সা অতিরিক্ত টকটাইম পাবেন। সেই সঙ্গে রাতে বিনামূল্যে অন-নেট কলিংয়ের সুবিধা নিতে পারবেন।

details about Vi one rupee plan

আপনি যদি কোনও নতুন প্ল্যান দিয়ে রিচার্জ করতে চান তবে আপনি আপনার Vi মোবাইল নম্বর থেকে 12159# ডায়াল করে এই প্ল্যানটি রিচার্জ করতে পারেন। এ ছাড়া ভিআই অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমেও এই প্ল্যানে রিচার্জ করা যাবে। সংস্থাটি আরও একটি সস্তা ৯৯ টাকার প্ল্যানের সাথে রিচার্জ করার বিকল্পও সরবরাহ করে। ২০০ এমবি ডেটা সহ ৯৯ টাকার টক টাইম দেওয়া হচ্ছে। এই প্ল্যানের ভ্যালিডিটি ১৫ দিন। এছাড়াও বাকি দু’টি প্ল্যান হল ১৯৮ টাকা এবং ২০৪ টাকার প্ল্যান রয়েছে।