টেক বার্তা

একবার ফুল চার্জ দিলে ফোন চলবে টানা দু’দিন, সামনে পিছনে দু’দিকে DSLR কোয়ালিটির ক্যামেরা

Advertisement

স্মার্টফোন কেনার আগে প্রথমেই গ্রাহকরা ভালো ফিচার সহ অত্যন্ত আধুনিক স্পেসিফিকেশনের কথা মাথায় রাখেন। বিখ্যাত স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো ভারতের বাজারে আধুনিক প্রযুক্তি ও দুর্দান্ত ফিচারসমৃদ্ধ Vivo V29e 5G স্মার্টফোন উন্মোচন করেছে, যা ৫জি সহ ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের অন্যান্য স্মার্টফোনের তুলনায় অনেক ভালো বলে মনে করা হচ্ছে। আপনি কানেক্টিভিটির সাথে অনেক আধুনিক স্পেসিফিকেশনও দেখতে পাবেন।

এই ফোনে নতুন প্রযুক্তির সঙ্গে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চির সেরা ডিসপ্লে কোয়ালিটি, যাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ এর শক্তিশালী প্রসেসর ইনস্টল করেছে প্রতিষ্ঠানটি। ভিভো ভি২৯ই ৫জি তে থাকছে ৫০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি যা এর ফাস্ট চার্জারের সাহায্যে মাত্র ৩০ মিনিটের মধ্যে চার্জ করতে সক্ষম। ফুল চার্জে ফোনটি দুই দিন পর্যন্ত কলিং ও মিউজিক টাইম দেবে।

Vivo V29e 5G

ক্যামেরা কোয়ালিটির দিক থেকে নতুন প্রযুক্তির ভিভো ভি২৯ই ৫জি কে অনেক ভালো বিবেচনা করা হয়েছে। যার মধ্যে সর্বশেষ প্রযুক্তির মাধ্যমে আপনি দেখতে পাবেন ৬৪ মেগাপিক্সেলের ওআইএস ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ে আরও ভালো ক্যামেরা কোয়ালিটি দিতে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও রয়েছে। ভারতীয় বাজারে আধুনিক প্রযুক্তি এবং নতুন সেগমেন্টের সাথে ভিভো ভি২৯ই ৫জি প্রায় ২৫ হাজার ৬০০ দাম নিয়ে লঞ্চ করা হয়েছে।

কম দামে আপনি এই স্মার্টফোনের ৮ জিবি RAM এবং ১২৮ জিবি রম স্টোরেজ ভ্যারিয়েন্টের পাশাপাশি ৮ জিবি RAM এবং ২৫৬ জিবি রম স্টোরেজ ভ্যারিয়েন্ট সহজেই হাতের মুঠোয় পেয়ে যাবেন।

Related Articles

Back to top button