নিউজপলিটিক্সরাজ্য

মোদির অনুষ্ঠানে আমন্ত্রিত শিশির অধিকারী, দেব, দলবদলের জল্পনা তুঙ্গে

অনুষ্ঠানে আবার দেখা যেতে পারে মোদি (Narendra Modi) মমতাকে (Mamata Banerjee)এক মঞ্চে, থাকবেন দেব (Dipak Adhikari) এবং শিশির অধিকারীও (Shishir Adhikari)

Advertisement

৭ই ফেব্রুয়ারি সরকারি কর্মসূচি নিয়ে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হলদিয়ার সেই অনুষ্ঠানের তালিকা এইবার আসল প্রকাশ্যে। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েকেও। একই সাথে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন গেরুয়া শিবিরের নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বাবা তথা কাথির সাংসদ শিশির অধিকারী (Shishir Adhikari)। আমন্ত্রণ জানানো হয়েছে ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবকেও (Dipak Adhikari)। আমন্ত্রণপত্র প্রকাশ্যে আসার পরেই শোরগোল পড়ে গিয়েছে বাংলার রাজনীতিতে।

৭ তারিখ অর্থাৎ আগামী রবিবার হলদিয়ায় দুটি প্রকল্পের সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। একই সাথে শিলান্যাস হবে একটি নতুন প্রকল্পের। পেট্রোলিয়াম মন্ত্রক আয়োজিত এই অনুষ্ঠান পুরোপুরি অরাজনৈতিক হলেও তার তাৎপর্য অনেকটাই রাজনৈতিক মহলে। আমন্ত্রণ জানানো হয়েছে দুই মেদিনীপুরের সাংসদদেরও। অনুষ্ঠানের প্রায় এক সপ্তাহ আগেই আমন্ত্রণ জানানো হয়েছিল তমলুকের শাশক শিবিরের সাংসদ তথা ভাই দিব্যেন্দু অধিকারীকে (Divendu Adhikari)। তিনি যে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সেই কথাও জানা গিয়েছে ইতিমধ্যেই। এইবারের আমন্ত্রণ তালিকে থেকে আলোড়ন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশাপাশি শিশির অধিকারী, অভিনেতা-সাংসদ দেবকেও আমন্ত্রণ জানানো হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, প্রোটোকল মেনেই রাজ্যে কেন্দ্রের কোনও অনুষ্ঠানে সাংসদদের আমন্ত্রণ জানানো হয়। সেই কারণেই পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সব সাংসদকেই তালিকায় রাখা হয়েছে। তবে দলবদলের আবহে এই পদক্ষেপ কেবলই নিয়মরক্ষার বলে মনে করছেন না রাজনৈতিক পর্যবেক্ষকরা। কারণ শাসক দলের সঙ্গে দূরত্ব বেড়েছে গোটা অধিকারী পরিবারের। শিশির অধিকারীকে একাধিক পদ থেকে সরিয়ে দিয়েছে বিজেপি। দলবদলের জল্পনা ইতিমধ্যেই উসকে দিয়েছেন দিব্যেন্দু অধিকারীও। ১০ ফেব্রুয়ারি লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করার কথা তমলুকের সাংসদের। যে খবর সামনে আসার পর জল্পনা শুরু হয়। এবার কি তাহলে সাংসদ পদে ইস্তফা দেবেন শুভেন্দুর ভাই? তার আগে মোদির অনুষ্ঠানের দিকে নজর থাকবে পুরো দেশের।

Related Articles

Back to top button