একদিকে সোনু সুদ প্রত্যন্ত গ্রামের শিক্ষার্থীদের জন্য স্মার্টফোনের ব্যবস্থা করেছেন তো অন্যদিকে টলিউডের খোকাবাবু দেব অধিকারি ও তাঁর টিম এই লকডাউনে সমাজসেবায় নিজেদের নিয়োগ করেছেন। সাংসদ ও অভিনেতা দেব তাঁর বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানিয়েছেন,’অনেক সময় আমরা আমাদের সামনে সেই ব্যক্তির ভিডিও তৈরিতে এতটাই ব্যস্ত থাকি যে আমরা ভুলে যাই যে আমরা তাঁকে সহায়তা করতে পারি। এটি সত্যই যে সাহায্য করতে খুব বেশি সময় লাগে না।আপনার অভিনেতা, বা ডাক্তার, বা এমপি হওয়ার দরকার নেই। আপনার শুধু মানুষ হয় দরকার, ফোন টা নামিয়ে নিজের কাছে রাখুন এবং আপনার সামনের মানুষটিকে সাহায্য করুন।’
https://www.facebook.com/119157858281960/posts/1444710699059996/
গত বুধবার,মর্ণির কোটি গ্রামের এক সরকারী সিনিয়র মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সোনু সুদের বন্ধু করণ গিলহোত্রার থেকে স্মার্টফোন গ্রহণ করে। শিক্ষার্থীরা যাতে অনলাইন ক্লাস নির্বিঘ্নে করতে পারে তাঁর জন্যই সোনু সুদের এই দুর্দান্ত প্রচেষ্টা। অন্যদিকে,করোনা রোগীর জন্য প্লাজমা জোগাড় করে মানবিকতার পরিচয় দিলেন বাংলার দেব। এর আগেও অভিনেতা দেব বন্দে ভারত মিশনে বিদেশে পড়তে যাওয়া ছাত্রদের ঘরে ফেরায় প্রত্যক্ষ উদ্যোগ নিয়েছিলেন।চলুন দেখে নিই দেবের এক ফ্যানের পোস্ট।
সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে করোনা আক্রান্তকে হাসপাতালে ভরতির ব্যবস্থা করা থেকে শুরু করে প্লাজমার ব্যবস্থা এবং করোনা আক্রান্ত ম্যানেজারের পাশে দাড়িয়ে তিনি বাংলার মুখ উজ্জ্বল করলেন।
সাধারণ মানুষের কাছে আর্জি জানিয়ে দেব জানান, “আমরা প্রত্যেকেই একই পরিস্থিতির শিকার। তাই সবার কাছে আর্জি জানাচ্ছি, এই কঠিন সময়ে আমরা যেন পরস্পরের পাশে দাঁড়াই। মনে রাখতে হবে, রাস্তায় পড়ে থাকা কোনো রোগী নিজের স্বজনও হতে পারে। ফলে সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিন”।