Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জিতেছে তৃণমূল! কেক কেটে বিশেষ বান্ধবীর সাথে সেলিব্রেট করলেন দেব

গতকাল তৃণমূল সাংসদ তথা টলি অভিনেতা দেবের জন্য দিনটি ছিল খুবই স্পেশাল। একদিকে যেমন তার দল বিজেপিকে বড়মার্জিনে পিছনে ফেলে এগিয়ে গিয়েছিল ঠিক অন্যদিকে এই দিনেই তার কাছে এলো তার…

Avatar

গতকাল তৃণমূল সাংসদ তথা টলি অভিনেতা দেবের জন্য দিনটি ছিল খুবই স্পেশাল। একদিকে যেমন তার দল বিজেপিকে বড়মার্জিনে পিছনে ফেলে এগিয়ে গিয়েছিল ঠিক অন্যদিকে এই দিনেই তার কাছে এলো তার বিশেষ বন্ধু। কিছুদিন আগেই অবশ্য তিনি তাঁর বিশেষ বন্ধুর শহরে আসার কথা আনন্দের সাথে ঘোষণা করেছিলেন। তারপর গতকাল তৃণমূলের ঐতিহাসিক জয়ের আনন্দ তিনি তার বিশেষ বন্ধুর সাথে ভাগ করে নিলেন। কিন্তু কে সেই বিশেষ বন্ধু?

আসলে তিনি গভীর রাতে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে যাতে দেখা যায় তিনি এক মিষ্টি ক্ষুদে বাচ্চার সঙ্গে কেক কেটে তৃণমূলের জয় উপভোগ করছেন। যারা দেব ভক্ত তারা নিশ্চয়ই এক খুদে বাচ্চাকে চেনে। বাচ্চাটি হল আমাইরা। এই মিষ্টি মেয়েটি দেবের বিশেষ বান্ধবী রুক্মিণী মৈত্রর দাদার মেয়ে। কর্মসূত্রে সে দিল্লিতে থাকলেও মাঝে মাঝেই কলকাতায় আসে। কলকাতাতে এলেই দেবের সাথে আমাইরার চুটিয়ে আড্ডা চলে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গতকাল ভিডিওতে দেখা গিয়েছে যে ঘাটালের সাংসদ দেব কেক কেটে তৃণমূলের জয় সেলিব্রেশন করার আগে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেছেন, “ধন্যবাদ সকলকে যারা আমাদের ভোট দিয়েছেন এবং ধন্যবাদ তাদেরকে যারা আমাদের ভোট দেননি। তবে এখন সবার জন্য প্রার্থনা করুন।” এরপরই দেখা যায় আমাইরার সাথেই কেক কেটে, একে অপরকে কেক মাখাতে ব্যস্ত হয়ে যায় তারা। সেইসাথে দেব জানিয়েছে যে এই মিষ্টি খুদে এত সুন্দর কেকটি বানিয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

প্রসঙ্গত উল্লেখ্য, দেবের ইনস্টাগ্রাম প্রোফাইলে উঁকি মারলেই এই মিষ্টি মেয়েটিকে বারংবার দেখা যায়। আসলে দেবের সাথে আমাইরার যে দুর্দান্ত বন্ডিং রয়েছে তা তাদের খুনসুটি দেখলেই বোঝা যায়। দেব রুক্মিণী যেমন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয় ঠিক তেমন দেবকে যারা ফলো করে তাদের কাছে আমাইরা খুবই চেনা মুখ।

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

About Author