দেবের ‘পাসওয়ার্ড’ ছড়িয়ে পড়লো বাংলাদেশে…তাও নিশ্চিন্তে অভিনেতা

কেয়া সেন : পাসওয়ার্ড, এমন একটা বিষয়, যা সকলেই রাখতে চান গোপনীয়।কিন্তু ২০১৯-শের ২রা অক্টোবর থেকে দেব এর পাসওয়ার্ড হয়ে গেল সিনেপ্রেমীদের বিনোদন যোগানোর পাশাপাশি সতর্ক করার অন্যতম আধুনিক মাধ্যম।…

Avatar

কেয়া সেন : পাসওয়ার্ড, এমন একটা বিষয়, যা সকলেই রাখতে চান গোপনীয়।কিন্তু ২০১৯-শের ২রা অক্টোবর থেকে দেব এর পাসওয়ার্ড হয়ে গেল সিনেপ্রেমীদের বিনোদন যোগানোর পাশাপাশি সতর্ক করার অন্যতম আধুনিক মাধ্যম। কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায়, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স-এর প্রযোজনায় মুক্তি পেয়েছিলো টলিউডের প্রথম টেকনো-থ্রিলার ‘পাসওয়ার্ড’। পাঁচ কোটি টাকা বাজেটের ছবির, মাত্র ১৫দিনে বক্স অফিসে সাফল্যের অঙ্ক ছিল ৩কোটি ৫০লক্ষ টাকা।দর্শকদের ভালোবাসা পেয়ে আপ্লুত ছিল গোটা টিম।

দেবের 'পাসওয়ার্ড' ছড়িয়ে পড়লো বাংলাদেশে...তাও নিশ্চিন্তে অভিনেতা

এবার পাসওয়ার্ড -এর মুকুটে যুক্ত হল নতুন পালক।সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তে গিয়ে সেনাবাহিনীর সঙ্গে শুধু কথা বলাই নয়, বাংলাদেশের জাতীয় সঙ্গীতে গলাও মিলিয়েছিলেন দেব।

আর এবার, ২৯ শে নভেম্বর বাংলাদেশে মুক্তি পেতে চলেছে ‘পাসওয়ার্ড’। দেব, রুক্মিণী, পাওলি, পরমব্রত, আদ্রিতের পাসওয়ার্ড জার্নি দেখার জন্য তাই এখন মুখিয়ে ওপার বাংলার দর্শকরা।