কৌশিক পোল্ল্যে: আরও একবার তার মহান হৃদয়ের পরিচয় মিলল। তারকা হলেও সাংসদটি কিন্তু মাটির ছেলে। নিজের এলাকার সাধারন মানুষের সমস্যায় ঝাঁপিয়ে পড়ে এগিয়ে এলেন অভিনেতা দেব। নেপালে আটকে পড়া ৩৬ জন পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরালেন নিজউদ্যোগে, এর মধ্যে দুজন অন্তঃসত্ত্বা মহিলাও রয়েছেন। এখন সকলেই সুস্থভাবে বাড়ি ফিরে গিয়েছেন।
লকডাউনে নেপালে আটকে পড়েছিলেন সোনার কাজ করতে যাওয়া ওই শ্রমিকেরা। তাদের কাছে কোনো বৈধ অনুমতি না থাকায় নেপাল সীমান্ত পেরিয়ে তা এদেশে প্রবেশ করতে পারছিলেন না, এদের মধ্যে বেশিরভাগই ঘাটালের বাসিন্দা। খবর পেয়ে তৎক্ষনাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেন সাংসদ। সেখান থেকে অনুমতি পাবার পর নেপাল সীমান্তে এই শ্রমিকদের জন্য বাস পাঠানো হয়।
এরপর ওই বাসে করেই গতকাল দুপুরে ঘাটালে ফেরে পরিযায়ীদের দল। প্রত্যেকের কোডিভ টেস্ট করা হয়েছে যার ফলাফল শীঘ্রই পাওয়া যাবে। এরপরও বাড়তি সাবধানতা বজায় রাখতে আপাতত চোদ্দ দিন তাদের কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীকে পুরো বিষয়টি জানানোর ১২ ঘন্টার মধ্যেই সমস্যার সমাধান হয় যায়। বিগত দশদিন ধরে বাড়ি ফেরার সবরকম চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল ওই পরিযায়ীদের দল। এদের মধ্যে দুজনের বাড়ি আরামবাগে এবং চারজনের বাড়ি বাঁকুড়ায়। নেপালেই আটকে রয়েছে আরও বেশ কিছু শ্রমিক, তাদেরও আনার ব্যবস্থা করা হয়েছে।
সবকিছু ভালোভাবে মিটে যাওয়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকদের ধন্যবাদ জানালেন অভিনেতা। তাদের সাহায্য ছাড়া এতকিছু সম্ভবপর ছিল না বলে দাবি করেন সাংসদ দেব।