Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আন্তর্জাতিক বিমান পরিষেবায় বাড়ল কড়াকড়ি, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত পরিষেবায় নিষেধাজ্ঞা জারি করল DGCA

Updated :  Friday, January 29, 2021 2:00 PM

নয়াদিল্লি: ২৮ ফেব্রুয়ারি (February) পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবায় (International Flight Service) নিষেধাজ্ঞা জারি DGCA-র। কড়াকড়ি আরও বাড়ল আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচলে। করোনা (Coronavirus) আবহে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি রাখল ডিজিসিএ (DGCA)। তবে, কেস-টু কেস ভিত্তিতে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতিতে নির্বাচিত রুটে আন্তর্জাতিক রুটে নির্ধারিত ফ্লাইটের অনুমতি দেওয়া যেতে পারে।

ডিজিসিএ তাদের বিজ্ঞপ্তিতে আরও বলেছে যে, আন্তর্জাতিক কার্গো বিমান চলাচলে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। ভারতে করোনভাইরাস মহামারীজনিত কারণে গত বছরের ২৩ মার্চ থেকে আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান পরিষেবা স্থগিত করা হয়েছে । তবে জুলাই থেকে নির্বাচিত দেশগুলিতে বন্দে ভারত মিশন এবং দ্বিপাক্ষিক এয়ার বাবল ব্যবস্থার অধীনে স্পেশাল আন্তর্জাতিক বিমান চলাচল করছে। ভারত এয়ার বাবল প্যাক্ট তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরশাহি, কেনিয়া, ভুটান এবং ফ্রান্স সহ প্রায় ২৪টি দেশকে নিয়ে। এয়ার বাবল চুক্তির অধীনে দুটি দেশের মধ্যে আন্তর্জাতিক বিমান চলাচল করতে পারে।