বিরাট কোহলি আর রেকর্ড যেন এখন সমার্থক শব্দ। ব্যাট হাতে মাঠে নামলেই কোনও না কোনও রেকর্ড গড়েন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। পুনেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে একাধিক রেকর্ড গড়েছেন তিনি। পুনেতে নিজের টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোর (২৫৪*) করেন তিনি।
সঙ্গে সাতটি ডবল সেঞ্চুরি করে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এক নম্বর স্থান দখল করেন বিরাট। দ্বিতীয় টেস্টে পুনেতে টেস্ট ক্রিকেটে ৭ হাজার রান পূর্ণ করেছেন তিনি এবং ছাপিয়ে গিয়েছেন দিলীপ বেঙ্গসরকার, ডন ব্র্যাডম্যান, অ্যান্ড্রু স্ট্রস, জো রুট, স্টভ স্মিথের মতো তারকাকে।
দক্ষিণ আফ্রিকার সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-০ তে এগিয়ে আছে ভারত। রাঁচিতে তৃতীয় অর্থাৎ শেষ টেস্ট ম্যাচ খেলা হবে। রাঁচি টেস্টেও রেকর্ড ভাঙ্গার দরজায় দাঁড়িয়ে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
টেস্ট কেরিয়ারের ২৬ টি শতরান আছে বিরাটের। কিন্তু অধিনায়ক হিসেবে রয়েছে ১৯ টি শতরান। এই তালিকায় এই মুহূর্তে প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং-এর সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন কোহলি। অধিনায়ক হিসেবে বিরাট কোহলি ও রিকি পন্টিং, দুজনেরই টেস্ট কেরিয়ারে রয়েছে ১৯ টি শতরান। রাঁচি টেস্টে যদি কেরিয়ারের ২৭তম শতরান পান তবে অস্ট্রেলিয়ান লেজেন্ড রিকি পন্টিং-কে টপকে যাবেন বিরাট কোহলি।
অধিনায়ক হিসেবে ২০ টি শতরানের সঙ্গে বিরাট কোহলি চলে আসবেন দ্বিতীয় স্থানে এবং রিকি পন্টিং চলে যাবেন তৃতীয় স্থানে। বর্তমানে এই তালিকায় একে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ। ১০৯ টি টেস্টে তাঁর ঝুলিতে রয়েছে ২৫ টি শতরান। পন্টিং কোহলির পরে তৃতীয়স্থানে যুগ্মভাবে রয়েছেন স্টিভ স্মিথ ও অ্যালান বর্ডার (১৫ শতরান)। অধিনায়ক হিসেবে ১৪ টি শতরানের সঙ্গে চারে স্যার ডন ব্র্যাডম্যান। ধোনির শহর রাঁচিতে পন্টিংকে ছাপিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে বিরাট কোহলির কাছে।