ধোনির নতুন লুক, অবাক সবাই!

মহেন্দ্র সিং ধোনি, বিশ্বের অন্যতম এক শ্রেষ্ঠ অধিনায়ক। তার অধিনায়কত্বের সময় ভারতে সুবর্নযুগ বিরাজমান ছিল। ২০০৭ এর টি টুয়েন্টি বিশ্বকাপ, ২০১১ এর ওয়ার্ল্ড কাপ, ২০১৩ এর চ্যাম্পিয়ন ট্রফি সবকিছুই এসেছে…

Avatar

মহেন্দ্র সিং ধোনি, বিশ্বের অন্যতম এক শ্রেষ্ঠ অধিনায়ক। তার অধিনায়কত্বের সময় ভারতে সুবর্নযুগ বিরাজমান ছিল। ২০০৭ এর টি টুয়েন্টি বিশ্বকাপ, ২০১১ এর ওয়ার্ল্ড কাপ, ২০১৩ এর চ্যাম্পিয়ন ট্রফি সবকিছুই এসেছে ধোনির হাত ধরে। বর্তমানে নতুন লুকে দেখা গেল ধোনিকে। ২০১৯ এর ওয়ার্ল্ড কাপের ব্যর্থতার পর মহেন্দ্র সিং ধোনি অবসর সময়ে বিএসএফ জওয়ান দের সাথে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেন। বর্তমান সময়ে তিনি কাশ্মীরে রয়েছেন। শনিবার, ব্যক্তিগত কাজে জয়পুরে এসেছেন ধোনি। বিমানবন্দর থেকে বেরোনোর সময় ধোনিকে দেখা যায় জলপাই রঙের টি-শার্টে। মাথায় কালো রঙের ফেট্টি অনেকটা পাঞ্জাবি স্টাইলে। ধোনি নতুন লুকে অবাক সবাই।

ধোনির নতুন লুক, অবাক সবাই!