২০২২ আইপিএলের আসরে ভরাডুবি হয়েছিল চেন্নাই সুপার কিংসের। রবীন্দ্র জাদেজার অধিনায়ক হওয়া থেকে শুরু করে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্ব ফিরে পাওয়ার মত কাহিনী ঘটেছিল চেন্নাই শিবিরে। যে কারণে ২০২২ আইপিএলে গ্রুপ পর্যায়ে থেকে বাড়ি ফিরতে হয়েছিল মহেন্দ্র সিং ধোনিদের। তবে পরাজয়ের গ্লানি ভুলে আসন্ন ২০২৩ আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করেছেন ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
এদিন রাঁচির প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন করতে দেখা গেছে মহেন্দ্র সিং ধোনিকে। ১৮ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে যে, মাথায় হেলমেট এবং পায়ে প্যাড পড়ে ২২ গজের ক্রিজে ঘাম ঝরাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। আপনাদের জানিয়ে রাখি, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত মরশুমে ব্যাট হাতে ধোনি ১৪টি ম্যাচ খেলে ৩৩.১৪ গড়ে মোট ২৩২ রান করেছিলেন। এমনকি ২০২২ আইপিএলে একটি অর্ধশত সহ ছয়বার অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি।
MS Dhoni practicing at JSCA 💛🤩 pic.twitter.com/Vjq7mQw2zQ
— Chakri Dhoni (@ChakriDhoni17) October 14, 2022
২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর থেকে শুধুমাত্র ভারতীয় প্রিমিয়ার লিগে পারফরমেন্স করে চলেছেন তিনি। এ পর্যায়ে আপনাদের জানিয়ে রাখি, আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফলতম অধিনায়কের তালিকায় শীর্ষে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তার নেতৃত্বে আইপিএলের ইতিহাসে সর্বাধিকবার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে চেন্নাই সুপার কিংস। পাশাপাশি, তার নেতৃত্বে এখনো পর্যন্ত ৪ বার শিরোপা ঘরে তুলেছে চেন্নাই শিবির।
শুধুমাত্র আইপিএলেই সমাপ্তি নয়, মহেন্দ্র সিং ধোনি পৃথিবীর সর্বকালের সফলতম অধিনায়ক। পৃথিবীতে তিনিই একমাত্র অধিনায়ক যিনি আইসিসি আয়োজিত ক্রিকেটের সব ক’টি ফরম্যাটে শিরোপা অর্জন করেছেন। ধোনির নেতৃত্বে, ভারত ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ এবং ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত।