Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

MS Dhoni: ‘আরও একটা বছর IPL খেলবেন ধোনি!’ জল্পনা উস্কে দিলেন সুরেশ রায়না

Updated :  Tuesday, May 9, 2023 1:53 PM

ভারতীয় প্রিমিয়ার লিগের মেগা আসর বর্তমানে জমে উঠেছে। ইতিমধ্যে আইপিএলের ১৬তম আসরে প্রত্যেকটি দল অর্ধেকের বেশি ম্যাচ খেলে ফেলেছে। দিন যত গড়াচ্ছে, চলতি আইপিএলে পয়েন্টস টেবিলের হিসাব ততই কঠিন হয়ে পড়ছে। ইতিমধ্যে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে গুজরাট টাইটান্স আইপিএলে প্রথম দল হিসেবে সুপার ফোরে জায়গা করে নিয়েছে। তবে বাকি তিনটি স্থানের জন্য লড়াই করছে ৯টি দল।

তবে চলতি আইপিএলে সবচেয়ে বেশি যে দৃশ্যটি ক্রিকেটপ্রেমীদের নজরে এসেছে সেটি হল চেন্নাই সুপার কিংসের অগণিত সমার্থক। এখনও পর্যন্ত চেন্নাই সুপার কিংস যে কটি স্টেডিয়ামে খেলতে নেমেছে সেখানে শুধুমাত্র হলুদের ঝড় দেখা গেছে। আর এর পেছনে প্রধান কারণ হলো, বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে এটাই মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএলের আসর। এরপর ক্রিকেট জগত থেকে সম্পূর্ণভাবে অবসর নেবেন ভারতের তারকা অধিনায়ক।
MS Dhoni: 'আরও একটা বছর IPL খেলবেন ধোনি!' জল্পনা উস্কে দিলেন সুরেশ রায়না

লখনউয়ের বিপক্ষে খেলতে নামার পূর্বে নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার ড্যানি মরিসন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির উদ্দেশ্যে প্রশ্ন করেন, এটাই তার ক্যারিয়ারের শেষ আইপিএল কি না? এই প্রশ্নের জবাব অতি কৌশলের সাথে দেন মাহি। তিনি বলেন, আপনি মনে করছেন কি এটাই আমার শেষ আইপিএল? মহেন্দ্র সিং ধোনির এমন কথায় উচ্ছ্বাসে ফেটে পড়েন গ্যালারিতে বসে থাকা ক্রিকেট প্রেমীরা।

তবে এবার সেই আগুনে ঘি ঢেলে দিলেন মহেন্দ্র সিং ধোনির সবচেয়ে প্রিয় বন্ধু তথা ভারতীয় ক্রিকেটের অন্যতম তারকা ক্রিকেটার সুরেশ রায়না। লখনউয়ের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পর তিনি মহেন্দ্র সিং ধোনির সাথে সাক্ষাৎ করেন। পরে জিও টিভিতে খেলা সম্প্রচার অনুষ্ঠানে তিনি বলেন,’চলতি আইপিএলের আপাতত শিরোপা জয় করতে চান মহেন্দ্র সিং ধোনি। এরপর তিনি আগামী আইপিএল খেলার পরিকল্পনা করবেন।