Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভাই সুশান্তের স্মৃতিতে কী লিখলনে অভিনেতার দিদি? দেখুন

Updated :  Monday, July 6, 2020 8:11 AM

তার মৃত্যুর পর কেটে গিয়েছে বেশ কয়েকদিন। তবুও তার পরিবারের লোকজন যেন কিছুতেই মেনে নিতে পারছেন সুশান্তের এভাবে অকালে চলে যাওয়াকে। শুধু পরিবারের সদস্যই নয়, বন্ধু-বান্ধব থেকে অনুগামী সবার কাছেই অবিশ্বাস্য তার অকাল প্রয়াণ।

ছোট ভাই সুশান্তের মৃত্যুতে একপ্রকার ভেঙে পড়েছেন দিদি শ্বেতা কীর্তি সিং। একসাথে কাটানো মূহুর্তগুলিকে আঁকড়ে ধরে রেখেছেন তিনি। শুধু তাই নয় ভাইয়ের স্মৃতিতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চলেছেন সংবেদনশীল পোস্ট৷ সম্প্রতি শ্বেতা তার ইনস্টাগ্রামে একটি চিঠি শেয়ার করেছেন ৷

ভাই সুশান্তের স্মৃতিতে কী লিখলনে অভিনেতার দিদি? দেখুন

সেখানে একটি হার্ট ইমোজি দিয়ে লিখেছেন, “তুই সবার আগে ভাই, অনেক ভালবাসা।” শ্বেতার শেয়ার করা এই পোস্টে অনুগামীরা তাদের প্রিয় অভিনেতাকে স্মরণ করে লিখেছেন বিভিন্ন মন্তব্য। তবে এটিই প্রথমবার নয়, এর আগেও শ্বেতা ভাই সুশান্ত সিং রাজপুতের স্মৃতিতে আবেগপূর্ণ পোস্ট শেয়ার করেছেন ৷

সাথে পোস্ট করেছেন বেশ কিছু পুরনো ছবি। ছেলের সঙ্গে সুশান্তের একটি ছবি শেয়ার করে লেখেন, “প্রিয় মামার সঙ্গে ফ্রেয়াজু।” অন্যদিকে ৫ বছরের ছেলে মামার অকাল প্রয়াণে মর্মাহত। তার মতে মামু চিরকাল তার হৃদয়ে থাকবে।