Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ফুটবল জগতে নক্ষত্রপতন, চলে গেলেন ফুটবলের রাজপুত্র ‘ ডিয়েগো মারাদোনা ‘

Updated :  Wednesday, November 25, 2020 10:54 PM

চলে গেলেন ফুটবলের রাজপুত্র ডিয়েগো আর্মান্দো মারাদোনা। বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াণ ঘটলো ফুটবল জগতের এই নক্ষত্রের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। সম্প্রতি সাবডিউরাল হেমাটোমা নিয়ে দীর্ঘদিন ধরে তিনি ভুগছিলেন। তার আগে একটি অস্ত্রপ্রচার হয়েছিল। মস্তিষ্কে রক্তজালক এর মধ্যে রক্ত জমাট বদ্ধ হয়ে গিয়ে বেশ কিছুদিন ধরে আক্রান্ত হয়েছিলেন মারাদোনা।

ফুটবল জগতের অন্যতম নক্ষত্র হিসেবে পরিচিত তিনি। ১৯৮৬ ফুটবল বিশ্বকাপ থেকে শুরু করে বহু জায়গাতে তিনি তার দল আর্জেন্টিনাকে শিখরে পৌঁছে দিয়েছেন। ১৯৮৬ সালে তিনি আর্জেন্টিনাতে বিশ্বকাপ নিয়ে এসেছিলেন। এছাড়াও তিনি ক্লাব ফুটবল খেলেছেন বেশকিছু দলের জন্য। এই দলগুলোর মধ্যে অন্যতম হলো বোকা জুনিয়রস, নাপোলি এবং বার্সেলোনা।

নভেম্বরের শুরু থেকে এই জিমনেশিয়া কোচ হাসপাতালে ভর্তি ছিলেন। জন্মদিন পালন করার পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। La Plata Clinic এর রিপোর্টে ধরা পড়ে তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে রয়েছে, যদিও ডাক্তাররা অস্ত্রোপচারের মাধ্যমে এই সমস্যা ঠিক করেছিলেন। মাত্র দুই মাস আগে তিনি বাড়ি ফেরেন।

 

তবে বুধবার সকালে তিনি আবারও আক্রান্ত হন হৃদরোগে। বুয়েনার্স এয়ার্সে নিজের বাড়িতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। কিন্তু এইবার আর শেষ রক্ষা হলো না। অনেকেই প্রথমে মনে করছিলেন এই খবর সম্পূর্ণ ভুয়া, কিন্তু বুধবার আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল টুইটারের মাধ্যমে এই খবর প্রকাশ্যে আনার পরে শোকস্তব্ধ সারা বিশ্ব।

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং বিসিসিআইয়ের প্রধান সৌরভ গাঙ্গুলী থেকে শুরু করে সকলেই তার মৃত্যুতে শোকস্তব্ধ। টুইটারে তার আত্মার শান্তি কামনা করে টুইট ভরে গিয়েছে। তার মৃত্যুতে ফুটবল জগতে তৈরি হয়েছে একটি গভীর শূন্যতা।