আম্ফান ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণ থেকে শুরু করে আলুর দাম বৃদ্ধি ,পুরোহিত ভাতা, রাজ্যে দিদির পুলিশ ইত্যাদি একাধিক ইস্যু নিয়ে মুখ খুললেন বাংলা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি খড়্গপুরের একটি সভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন। তিনি রাজ্যে আলুর দাম বৃদ্ধি প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ করে বলেছেন, “তৃণমূল নেতাদের কাটমানি দিতেই বাড়ছে আলুর দাম।”
অন্যদিকে তিনি আমফানের ক্ষতিগ্রস্থ পরিবারের ক্ষতিপূরণের প্রসঙ্গ টেনে প্রশ্ন তুলেছেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণের অত টাকা গেল কোথায়? তার অভিযোগ, সব টাকা আত্মসাৎ করে নিয়েছে তৃণমূল নেতা ও কর্মীরা। যাদের সত্যি ক্ষতি হয়েছিল, তারা কিছুই টাকা পায়নি। পুরোহিত ভাতা থেকে আমফানের ত্রাণ, সবেতেই শাসকদল স্বজনপোষন করছে বলে তোপও দাগেন তিনি।
দিলীপ ঘোষ আসন্ন নির্বাচনে বাংলায় বিজেপিকে শাসনে আনার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছে। তিনি বলেছেন অমিত শাহের কথা মত বাংলায় ২০০ টি আসন দখল করবে গেরুয়া শিবির। সেইসাথে বলেন, মোদির নেতৃত্বে বাংলায় পরিবর্তন করতে হবে। তার মতে, বিজেপি কোনও বিভাজন করে না। মোদির প্রকল্পে রাজ্যের সংখ্যালঘুরাও উপকৃত হবে।
এছাড়াও, দিলীপ ঘোষ নজিরবিহীনভাবে ফের আক্রমণ করলেন রাজ্য পুলিশকে। তিনি দাবি করেছেন, বিজেপিতে কেউ যোগ দিতে চাইলে তারা পারছে না। কারণ নাকি বিজেপিতে যোগদান করতে চাইলেই “দিদির পুলিশ” চাপ দিচ্ছে। এরপরই তিনি রাজ্য পুলিশের ওপর ক্ষোভ উগরে দেন। ক্ষোভ প্রকাশ করতে গিয়ে তিনি বেফাঁস মন্তব্য করে বসেন এই বলে যে, “এক মাস পর দিদির পুলিশের দাঁত ভাঙবে অমিত শাহ”। দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে।