শীতের পারদ যত কমছে তার সাথে বেড়ে চলছে বিধানসভা ভোটকে নিয়ে রাজনৈতিক উষ্ণতা। টার্গেট ২০২১। সকল রাজনৈতিক দল নেমে পড়েছে বাংলার সিংহাসন জেতার লড়াইয়ে। আবহাওয়াতে কেবল রয়েছে অভিযোগ, আক্রমণ এবং পাল্টা আক্রমণের হাওয়া। সেই আক্রমণ এবং পাল্টা আক্রমণের হাওয়া অব্যাহত থাকল রবিবারের বিকেলেও। এইদিন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাক্যবাণ ছুঁড়ে দেন দিলীপ ঘোষের দিকে। পাল্টা জবাব দেন দিলীপ ঘোষ। এইদিন দিলীপ বলেন,” হ্যাঁ আমি গুণ্ডা। আর কার পাটা কত, তা বুঝবে ডিসেম্বর মাসে।”
ভাইপো ইস্যুতে আবারও উত্তাল হল বাংলা রাজনীতি। বারবার বিজেপি নেতাদের এইদিন আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ তিনি ছাড়েননি নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং কৈলাস বিজয়বর্গীয়কে। এইদিন তাদের আক্রমণ করে তৃণমূল নেতা বলেন,”বুকে ক্ষমতা থাকলে নাম নিয়ে কথা বলুন। বাংলার ছেলে আমি। টানতে টানতে হাইকোর্টে নিয়ে আসবো। নিয়ে আসতে না পারলে এক বাপের ব্যাটা নই। এই কথাই মনে করিয়ে দিলাম। বুকে পাটা থাকলে নাম নিয়ে কথা বলুন। দিলীপ ঘোষ মাফিয়া গুণ্ডা, বিজয়বর্গীয় বহিরাগত। শাহ বহিরাগত, ক্ষমতা থাকলে মামলা করে দেখান আমার বিরুদ্ধে।”
অভিষেকের এই চ্যালেঞ্জের উত্তর সাথে সাথেই দিতে দেখা গেল বঙ্গ বিজেপি সভাপতিকে। তিনি বলেন,”ডিসেম্বরে বুঝতে পারবে কার পাটা কত। আর কিছুদিন। তার পরেই বুঝবে FIR করার ক্ষমতা আছে নাকি। হ্যাঁ আমি গুণ্ডা। আর দরকার হলে গুণ্ডামি করব।”
এখানেই এইদিন থামেননি রাজ্যের বিজেপি সভাপতি। তিনি বলেন যে তিনি গুণ্ডা। দরকারে তারা গুণ্ডামি করবেন। তিনি বলেন,” এতদিন তোমরা গুণ্ডামি করেছ , এইবার আমাদের পালা। এইবার আমরা করব গুণ্ডামি” অর্থাৎ বাংলার আবহাওয়া যে সব মিলিয়ে উত্তপ্ত তা বলা চলে।