শনিবার হাওড়ায় ৩ মন্ত্রীকে নিয়ে বৈঠক করেন পিকে ও যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এইদিন সেই বিষয়েই কথা বলতে দেখা গেল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি আরও অনেক বিষয় নিয়ে ও এইদিন সমালোচনা করতে দেখা গিয়েছে তাকে।
এইদিন বিজেপি সভাপতি বলেন,”টিএমসি পার্টিতে কেবল দুর্নীতি ও গোষ্ঠীদ্বন্দ্ব। ওটাতে আর পার্টি বলে কিছু নেই, কিছু গোষ্ঠী আছি কেবল। দুর্নীতির বাইরে কোনো নেতা বাকি নেই এই পার্টিতে। আর যেই কেন্দ্রীয় সরকারের সংস্থাগুলি কাজ শুরু করেছে, ওমনি তারা শুরু করে দিয়েছে হৈ চৈ করতে। অন্যদিকে রাজ্যে গরু পাচার এবং কয়লা পাচার চলছে। সেই বিষয়ে তাদের হুঁশ নেই। কারণ এর সাথে যুক্ত ব্যক্তিরা তো অধিক ই তৃণমূল পার্টির নেতা। সেখানে হার পরলে মুখ্যমন্ত্রী তো হাহাকার করবেন ই। এই থেকে স্পষ্ট যে এরা কাদের নিয়ে পার্ট করছে।”
উল্লেখ্য যে, নিউটাউনে অমিত শাহ দলীয় কর্মীর বাড়িতে যান। আর তার পরের দিন ই পাল্টা সভা করে টিএমসি। সেই প্রসঙ্গে ও এইদিন কথা বলেন সভাপতি দিলীপ ঘোষ। তার বক্তব্য,”স্বরাষ্ট্রমন্ত্রী জনসভা করতে আসেননি। তিনি এসেছিলেন নিমন্ত্রণ রক্ষা করতে। তিনি এসেছিলেন কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজন করতে। হাজার হাজার লোক বেরিয়ে এসেছিল ওইদিন। তাতেই ভিড় হয়েছে। এই জন্য যদি কোনো দল সভা করে থাকে। তবে ভালো বিষয়। আমরা ও পাল্টা সভা করতে জানি, করব ও। সভার পরিপ্রেক্ষিতে হবে সভা। নির্বাচনের আগে কিছু সভা হওয়া তো স্বাভাবিক।”
তৃণমূল দল শুভেন্দু অনুগামীদের আলাদা করে দিয়েছে। দলে থেকে তাদের করে দেওয়া হয়েছে কোণঠাসা। এই দিন সেই বিষয়ের তীব্র সমালোচনা করেন মেদিনীপুরের সাংসদ। তিনি বলেন,”পার্টি তো আর নেই, পুরো বাঁধাকপির মতো অবস্থা। পাতা ছাড়াতেই থাকবেন , তবু কপি খুঁজে পাবেন না। পার্টিতে কেবল শেষে দুইজন থাকবে। বাকি পার্টি হয়ে যাবে ফাঁকা। লোক চলে আসবেন আমাদের দিকে। পরিবর্তন আনবো আমরা। পরিবর্তন করবে বিজেপি।”