Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

“কর্পোরেটের হাতে দল, যারা রাজনীতির ক,খ বোঝেন না, তারা নেতা”, দলত্যাগের পর বক্তব্য দীনেশ ত্রিবেদীর

রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর শাসক শিবিরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন দীনেশ ত্রিবেদী। প্রাক্তন সংসদের বক্তব্য,"দল কর্পোরেট পেশাদারদের হাতে চলে গিয়েছে। রাজনীতির অ-আ-ক-খ না জানা ব্যক্তি আমাদের এখন…

Avatar

রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর শাসক শিবিরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন দীনেশ ত্রিবেদী। প্রাক্তন সংসদের বক্তব্য,”দল কর্পোরেট পেশাদারদের হাতে চলে গিয়েছে। রাজনীতির অ-আ-ক-খ না জানা ব্যক্তি আমাদের এখন নেতা। ” রাজ্য সভাতে বলতে উঠে নজিরবিহীনভাবে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন দীনেশ ত্রিবেদী। তার বক্তব্য,”আমি একটা দলে আছি। সেই দলের শৃঙ্খলা মেনে চলতে হচ্ছে। এখন আমার দমবন্ধের অবস্থা। অন্তরাত্মা বলছে, এখানে বসে বসে চুপচুপ থাকি, তার চেয়ে পদত্যাগ করে বাংলায় কাজ করি। আমি আজই ইস্তফা দিচ্ছি।”

পরে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে দল ছাড়ার ব্যাক্ষা দেন দীনেশ ত্রিবেদী। তার বক্তব্য,”দল এখন কর্পোরেট পেশাদারদের হাতে চলে গিয়েছে। কার সাথে কথা বলব? রাজনীতির অ আ ক খ জানেনা। অথচ আমাদের নেতা হয়ে গিয়েছেন।” প্রসঙ্গত উল্লেখ্য, একই কথা একাধিকবার শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীর মুখেও। বিজেপিতে যাচ্ছেন? সেই ইঙ্গিত দিয়ে দীনেশ (Dinesh Trivedi) বলেন,”আপাতত আত্মমন্থন করব। রেলমন্ত্রক ছাড়ার পরও বলেছিলাম, দেশ বড়। গোটা দুনিয়া আজ ভারতকে দেখছে। প্রতিদিন গালিগালাজ দিয়ে দেশ চলে না। সর্বজনীন জীবনেই থাকব।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দীনেশ ত্রিবেদীর পদত্যাগে একদমই বিস্মিত নন গেরুয়া শিবিরের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। তার বক্তব্য,” আত্মসম্মান নিয়ে তৃণমূলে থাকা সম্ভব নয়। এক বছর আগে বিমানবন্দরে দেখা হয়েছিল তার সাথে৷ তখনই আক্ষেপ প্রকাশ করেছিলেন কাজ করতে পারছেন না বলে। কিন্তু সিদ্ধান্ত নিতে এক বছর নিয়ে নিলেন। ” কংগ্রস নেতার বক্তব্য,”দীনেশ ত্রিবেদী দলত্যাগ করায় অনেকটাই সমস্যায় পড়তে হবে তৃণমূলকে।”

About Author