Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ৭৫ বছরে বিয়ে করলেন বাংলার এই অভিনেতা

Updated :  Friday, January 17, 2020 11:08 AM

বিয়ে করলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা দীপঙ্কর দে এবং অভিনেত্রী দোলন রায়। হাইল্যান্ড পার্কের পাশের এক রেঁস্তোরাতে এক হলো তাদের চারহাত। দীর্ঘদিন লিভ ইনে থাকার পর অবশেষে শুভ পরিণয় হলো তাদের। ৭৫ এর দীপঙ্কর দে এবং ৪৯ এর দোলন রায়ের বিয়েতে উপস্থিত ছিল কাছের কিছু বন্ধুবান্ধবরাই। কাছের বন্ধুদের উপস্থিতিতে রেজিস্ট্রি বিবাহ সারলেন তারা।

বিবাহ আসরে উপস্থিত ছিল, ব্রাত্য বসু, সৌমিত্র মিত্র, ধ্রুব কুণ্ডু, শীর্ষ সেন এবং রঞ্জন বন্দ্যোপাধ্যায়। তাদের উপস্থিতিতেই চারহাত এক হলো দুজনের। বর দীপঙ্করের পরনে ছিল সাদা পাঞ্জাবি এবং কনে দোলনের পরনে ছিল লাল বেনারসি। উল্লেখ্য অনেক বছর ধরেই একসাথে লিভইনে ছিলেন দীপঙ্কর দে এবং দোলন রায়। অবশেষে তাদের সম্পর্ক আইনি স্বীকৃতি পেলো।

আরও পড়ুন : লাল বিকিনিতে টেলিভিশনের এই অভিনেত্রীর সেক্সি লুক, তুমুল ঝড় নেট দুনিয়ায়

এতে তাদের পরিবার বন্ধুবান্ধবরা খুবই খুশি। গত বছরের শেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশি অভিনেত্রী রিফায়ত মিথিলা এবং জুন মালিয়া ও সৌরভ চ্যাটার্জি। এবার ৭৫ বছর বয়সে সেই তালিকায় নাম তুললেন টলিউডের প্রবাদপ্রতিম অভিনেতা দীপঙ্কর দে’ও।