কেয়া সেন : এতো খরচা, এত পরিশ্রম তবুও দর্শকের প্রশংসা পেলেন না আশুতোষ গোয়ারিক। ইতিহাস নির্ভর ছবিই তিনি বানাতে ভালোবাসেন। তৃতীয় পানিপথের যুদ্ধ এবার তাঁর ছবির বিষয়। কিন্তু ট্রেলার মুক্তি পেতেই নেটিজেনদের সমালোচনায় বিদ্ধ হয়েছেন তিনি। নেটিজেনদের দাবি, সঞ্জয় লীলা বনশালীকে নকল করছেন পরিচালক। পানিপথের, আহমদ শাহ আবদালির লুকের সঙ্গে আশ্চর্য মিল আছে পদ্মাবতের, আলাউদ্দিন খিলজির।
এখানেই শেষ নয়। কৃতি শ্যানন রীতিমতো কপি করেছেন বাজিরাও মাস্তানি-র প্রিয়াঙ্কা চোপড়া কে।
গোদের ওপর বিষফোঁরার মতো, অর্জুন কাপুর ও নাকি অনুসরণ করেছেন রণবীর সিং-এর বাজিরাও অবতার।
শুধুমাত্র লুকই নয়,”পানিপথ” ট্রেলারের পরতে পরতে রয়েছে বনশালীর ছাপ। যদিও সমালোচনার জবাব দিয়েছেন আশুতোষ, জানিয়েছেন- যে সময়কাল কে ফুটিয়ে তোলা হয়েছে ছবিতে, তখন মারাঠা যোদ্ধা ও রমনীদের এমনই সাজ পোশাক ছিল, তাই কপি করার কোনো প্রশ্নই নেই।