নির্বাচনের আগে জেলাশাসক বদলি মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগনার, এটা কি মুর্শিদাবাদ বিস্ফোরণের জেরে?

একুশে নির্বাচন দোড়গোড়ায় এসে উপস্থিত হয়েছে। কিছুদিনের মধ্যেই নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করে দেবে। কিন্তু নির্বাচনের ঠিক আগে রাজ্যে প্রতিমন্ত্রী জাকির হোসেনকে লক্ষ্য করে মুর্শিদাবাদে বোমাবাজি হওয়ায় রীতিমতো উদ্বিগ্ন…

Avatar

একুশে নির্বাচন দোড়গোড়ায় এসে উপস্থিত হয়েছে। কিছুদিনের মধ্যেই নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করে দেবে। কিন্তু নির্বাচনের ঠিক আগে রাজ্যে প্রতিমন্ত্রী জাকির হোসেনকে লক্ষ্য করে মুর্শিদাবাদে বোমাবাজি হওয়ায় রীতিমতো উদ্বিগ্ন আছে গোটা বঙ্গ রাজনৈতিক দল। আপাতত জাকির হোসেন এসএসকেএম হাসপাতালে ভেন্টিলেশনে ভর্তি আছে। এই মুহূর্তে নবান্ন তরফে ঘটনার একদিনের মধ্যেই মুর্শিদাবাদের জেলাশাসককে বদলি করে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদের জেলা শাসক ছিলেন জে পি মিনার। এবার জেপি মিনারের বদলে নতুন জেলা শাসক হলেন শরৎকুমার দ্বিবেদী।

তবে আজ শুধু যে মুর্শিদাবাদের জেলাশাসক পরিবর্তন হয়েছে এমন না। মুর্শিদাবাদের পাশাপাশি নবান্ন আজকে দক্ষিণ 24 পরগনা জেলাশাসকের বদল করেছে। এবারে দক্ষিণ 24 পরগনার নতুন জেলাশাসক অন্তরা আচার্য। আজ অর্থাৎ বৃহস্পতিবার নবান্ন তরফ একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, মুর্শিদাবাদের নতুন জেলাশাসক হবেন শরৎকুমার দ্বিবেদী। মুর্শিদাবাদের বিদায় জেলাশাসক জিপি মিনাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ বদলি করা হয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলা শাসক হলেন অন্তরা আচার্য। বিদায় জেলাশাসক উলগানাথনকে কেএমডিএ র সিইও করা হয়েছে।

স্বভাবতই নির্বাচনের আগে এমন বদল কেন হয়েছে তা নিয়ে বঙ্গ রাজনীতিকে তীব্র জল্পনা-কল্পনা শুরু হয়েছে। তবে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে নবান্ন সূত্রে জানানো হয়েছে, রুটিন বদলি করা হয়েছে আধিকারিকদের। নির্বাচনের আগে টানা ৩ বছর কোন পদে থাকা আধিকারিককে বদলি করা বাধ্যতামূলক। আর তার জন্যই এই বদল।