Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রানীর বেশে নয় এবার অন্যরকম ছবিতে নেট কাঁপাচ্ছেন দিতিপ্রিয়া, দেখুন সেই ছবি

Updated :  Monday, January 13, 2020 10:57 PM

কৌশিক পোল্ল্যে: ‘রানী রাসমনি’ সিরিয়ালের সাফল্যের সঙ্গে সঙ্গেই বাঙালির ঘরের মেয়ে উঠেছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। বাঙালিবাড়ির সন্ধ্যেটা এই সিরিয়াল ছাড়া অসম্পূর্ন। দিতিপ্রিয়ার অভিনয়ে মুগ্ধ হয়েছেন সকলেই।

টিভি সিরিয়াল ছাড়াও ‘রাজকাহিনী’, ‘প্রজাপতি বিস্কুট’, ‘আই লাভ ইউ দেব’ এর মতো বাংলা ছবিতেও কাজ করেছেন তিনি। প্রতিটি ছবিতেই উল্লেখের দাবী রাখে দিতিপ্রিয়ার অভিনয়। সবকটি ছবিই বক্সঅফিসে ভীষন সফল। এদিক থেকে এনার অভিনয় কেরিয়ার পূর্নচন্দ্রিমার মতো আলোকজ্বল।

আরও পড়ুন : বাঙালি অভিনেত্রীর হট ছবি, উত্তাল নেট দুনিয়া

পর্দার কাজ ছাড়াও সোশালে তার জনপ্রিয়তা কোনো বড় স্টারের থেকে কম কিছু নয়। এমনিতে সেটের সবার থেকেই বয়সে ছোট তিনি। এত কম বয়সেই ততোধিক সাফল্যের অধিকারিনী দিতিপ্রিয়া অবশ্য এখনও ভীষন সাধারন ও সাবলীল।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি একটি ছবি শেয়ার করেন। হট প্যান্ট ও টপের আউটফিটে একেবারে অন্যরকম লুকে ছবিতে লাইকের বন্যার বাঁধ ভেঙেছে। রানীর অবশ্য অন্যরকম অভিমত, রানী বলে কী ওয়েস্টার্ন ড্রেস পরবেন না!!