Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

তথ্য চুরি করার চেষ্টায় পাকিস্তানের হ্যাকার! ভুলেও নিজের তথ্য কাউকে দেবেন না

Updated :  Thursday, September 21, 2023 5:52 PM

ক্রমবর্ধমান প্রযুক্তির সাথে সাথে জালিয়াতির ঘটনাও দ্রুত বাড়ছে। এমন পরিস্থিতিতে আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, তাহলে আপনাকে সতর্ক থাকতে হবে। সাইবার ক্রাইমের সাহায্যে ভারতীয় নাগরিকদের টার্গেট করার চেষ্টা চলছে বলে ইতিমধ্যে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে। তাই যারা অ্যান্ড্রয়েড ফোন বা ইন্টারনেট ব্যবহার করেন তাদের বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সম্প্রতি ‘ট্রান্সপারেন্ট ট্রাইব’-এ ক্যাপ্রারাট মোবাইল রিমোট অ্যাকসেস ট্রোজান (আরএটি) ছড়ানো হচ্ছে। ধারণা করা হচ্ছে, এই কাজটি করছে কোনো পাকিস্তানি হ্যাকার। এ সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারতের সামরিক ও কূটনৈতিক তথ্য হাতিয়ে নিয়ে ভারতের ক্ষতি করাই এর উদ্দেশ্য বলে জানানো হয়েছে। ক্যাপ্রারাটের সাহায্যে অভিযুক্ত আপনার ফোনের বেশিরভাগ ডেটা চুরি করে নিতে পারে। আধুনিক সমাজে তথ্য লোপাট করার সম্ভাবনার কথা আগেও শোনা গিয়েছে। ইতিমধ্যে এ ব্যাপারে নেওয়া হচ্ছে সাবধানী পদক্ষেপ। সাধারণ মানুষকেও এ ব্যাপারে সাবধান হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে একাধিকবার। এই অ্যাপ্লিকেশনগুলির তালিকায় থাকতে পারে:-

Cyber crime

• com.Base.media.service

• com.moves.media.tubes

• com.videos.watchs.share।

সাইবার জালিয়াতি এড়ানোর জন্য অনেক পদ্ধতি ব্যবহার করতে হবে। যেমন কোনো অপরিচিত ব্যক্তি আপনাকে কোনো লিংক পাঠালে তাতে ক্লিক করবেন না। অপরিচিতদের সাথে খুব বেশি বন্ধুত্ব বাড়ানো বা আপনার ব্যক্তিগত তথ্য ভাগ করা এড়িয়ে চলুন। আর্থিক কোনো বিষয়ে কোনো ফোন বা লিংক আপনার কাছে পাঠানো হলে সরাসরি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন। কিংবা সমস্যায় পড়লে সাইবার বিভাগের সঙ্গে যোগাযোগ করতে পারেন।