খেলাক্রিকেট

IPL 2023: IPL-এর ইতিহাসের সবচেয়ে বেশি ‘গোল্ডেন ডাক’ পেয়েছেন কে? রোহিতকে পিছনে ফেলে তালিকার শীর্ষে এই প্লেয়ার

৩১ মার্চ গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে আইপিএলের ১৬ তম আসরের মেগা আয়োজন।

Advertisement

ভারতীয় প্রিমিয়ার লিগে যেমন ক্রিকেটাররা অবিশ্বাস্য রেকর্ড সৃষ্টি করেন, তেমনি এমন কয়েকজন ক্রিকেটার রয়েছেন যারা আইপিএলের ইতিহাসে লজ্জার ইতিহাস লিখেছেন। এক সময় এই তালিকার শীর্ষস্থানে থাকা রোহিত শর্মাকে পিছনে ফেলে বর্তমানে লজ্জাজনক রেকর্ডের শীর্ষস্থান দখল করেছেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার মনদীপ সিং। তবে কি সেই বিস্ময়কর রেকর্ড? চলুন আজ এই নিবন্ধে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশিবার ‘গোল্ডেন ডাক’ পাওয়া ক্রিকেটার সম্পর্কে জেনে নেওয়া যাক-

গত ৩১ মার্চ গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে আইপিএলের ১৬ তম আসরের মেগা আয়োজন। ইতিমধ্যে ভারতীয় প্রিমিয়ার লিগের আসরে ক্রিকেটাররা নিজেদের কলাকৌশল দেখানো শুরু করেছে। বিগ-হিট কিংবা অনবদ্য বোলিংয়ের দ্বারা ইতিমধ্যে রেকর্ডের তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে শুরু করেছেন বিশ্বের তাবড় তাবড় সমস্ত ক্রিকেটাররা। তবে আজ এই নিবন্ধে আমরা আপনাদের জানাতে চলেছি, আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি গোল্ডেন ডাক পাওয়া ক্রিকেটার সম্পর্কে।

যদি ২০২২ সাল পর্যন্ত আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ‘গোল্ডেন ডাক’ পাওয়া ক্রিকেটারের নাম বলি, সেক্ষেত্রে এই তালিকায় যুগ্মভাবে অবস্থান করছিলেন রোহিত শর্মা এবং দীনেশ কার্তিক। উভয় ক্রিকেটার যথাক্রমে ১৪ বার ‘গোল্ডেন ডাক’ হয়েছেন আইপিএলে। তবে চলতি বছর রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নিজের ক্যারিয়ারের ১৫ তম ‘গোল্ডেন ডাক’ পেয়েছেন মনদীপ সিং। আর এর সাথে সাথে এই তালিকার শীর্ষস্থান দখল করেছেন তিনি। তবে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ভারতের একাধিক তারকা ক্রিকেটার। সর্বাধিক ১৩ বার ‘গোল্ডেন ডাক’ পেয়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন অজিঙ্কা রাহানে, অম্বাতি রায়ডু, হরভজন সিং, পীযূষ চাওলা এবং অক্ষর প্যাটেল।

Related Articles

Back to top button