Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অফশোল্ডারে ট্রান্সপারেন্ট নীল শাড়িতে অজয় কন্যা Ishita Dutta, তার সৌন্দর্যে মুগ্ধ ভক্তরা (PHOTO)

Updated :  Friday, March 3, 2023 4:46 PM

ঈশিতা দত্ত সেট বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। এই মুহূর্তে মিডিয়ার পাতায় নিজের সাম্প্রতিক ছবি ‘দৃশ্যম ২’ নিয়ে চর্চায় রয়েছেন। ছবিতে অজয় দেবগনের মেয়ের ভূমিকায়
অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। ছবিতে তার মায়ের ভূমিকায় ছিলেন শ্রিয়া স্মরণ। তার বোনের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল ম্রুণাল জাদভকে। ২০১১ সাল থেকে এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন তিনি। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও একাধিক কাজ করেছেন অভিনেত্রী। ‘এক ঘার বানায়েঙ্গে’, ‘বেপানহা পেয়ার’, ‘থোরাসা বাদল থোরাসা পানি’র মতো ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। তবে এই মুহূর্তে একেবারে ভিন্ন একটি কারণে চর্চার আলোয় রয়েছেন ঈশিতা।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় কম সক্রিয় নন ঈশিতা দত্ত শেঠ। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে নেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। অভিনয়ের পাশাপাশি একাধিক বোল্ড ফটোশুটেও অংশ নিতে দেখা যায় তাকে। খুব সম্প্রতি একটি ফ্যাশন ম্যাগাজিনের হয়ে ফটোশুট করেছেন তিনি। সম্প্রতি তারই কিছু হলক নিজেই শেয়ার করে নিয়েছেন ঈশিতা। এই মুহূর্তে নিজের সেই বোল্ড ম্যাগাজিন ফটোশুটের সূত্র ধরেই চর্চিত অভিনেত্রী। উল্লেখ্য, ২০১৭ সালে বাতসাল শেঠের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী। বর্তমানে মিডিয়ার পাতায় প্রায়ই নিজেদের সম্পর্কের ঝলক নিয়ে চর্চিত হন তারা।

খুব সম্প্রতি একটি নামি ফ্যাশন ম্যাগাজিন ‘ফ্যাব লুক’এর হয়ে ফটোশুট করেছেন ঈশিতা দত্ত। এদিন শাড়ি লুকে দেখা মিলেছে অভিনেত্রীর। খোলা চুলে, গ্লসি মেকাপে, অফশোল্ডার ডিজাইনার সাদা ব্লাউজের সাথে পরেছিলেন অর্গেঞ্জা ওয়েভিং শাড়ি। সাথে নিয়েছিলেন হালকা অলংকারও। বলাই বাহুল্য, এই ট্রান্সপারেন্ট আকাশি নীল শাড়িতে নেটনাগরিকদের একাংশের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। পাশাপাশি বাড়িয়েছেন সোশ্যাল মিডিয়ার তাপমাত্রাও। ঘুম উড়িয়েছেন ভক্তদের। আপাতত, উল্লেখ্য ফ্যাশন ম্যাগাজিনের হয়ে করা এই বোল্ড ফটোশুটের ঝলক শেয়ার করে নিয়েই পুনরায় মিডিয়ার পাতায় চর্চিত এই অভিনেত্রী।