Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

খুনের প্যাটার্ন ফিরিয়ে দিচ্ছে ২৫ বছর আগের স্মৃতিকে, সৌজন্যে সৃজিত

Updated :  Tuesday, December 17, 2019 6:01 PM

কেয়া সেন : একের পর এক খুন। খুনের তদন্তে নামেন অভিজিৎ পাকড়াশি। ডি সি পি প্রবীর রায় চৌধুরীর ভূত কি ফিরে এলো? এটাই এখন অভিজিৎ-এর মাথাব্যথা। ২২ শে শ্রাবণ-এর সিকুয়াল তৈরি করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ছবির নাম “দ্বিতীয় পুরুষ”

খুনের প্যাটার্ন ফিরিয়ে দিচ্ছে ২৫ বছর আগের স্মৃতিকে, সৌজন্যে সৃজিত

পরমব্রত, রাইমা,আবির তো রয়েছেনই পাশাপাশি “দ্বিতীয় পুরুষ”-এ সকলকে নিজেদের অভিনয় দিয়ে অবাক করেছেন অনির্বান ভট্টাচার্য ও ঋতব্রত মুখোপাধ্যায়।

খুনের প্যাটার্ন ফিরিয়ে দিচ্ছে ২৫ বছর আগের স্মৃতিকে, সৌজন্যে সৃজিত

প্রসঙ্গত, সিরিয়াল কিলার খোকার চরিত্রের জন্য বেশ কিছুদিন আগে থেকেই নিজেই লুক তৈরি করেছিলেন অনির্বান। নিজের অন্যান্য ছবির প্রমোশনে সর্বক্ষণ টুপি মাথায় দিয়ে থাকতে দেখা গিয়েছিল অভিনেতাকে। এবার প্রকাশ্যে তাঁর লুক। অন্যদিকে টলিউডের গোয়েন্দা জুনিয়রও পর্দায় জাস্ট মারাত্মক।