ঘরে বসে প্রতি মাসে আয় ৫০ হাজার টাকা, আজই বিনিয়োগ করুন SBI-এর বিশেষ স্কিমে
আমেরিকার কোন শেয়ার মার্কেটে বিনিয়োগ না করেও SBI নিফটি-এ বিনিয়োগ করে মোটা টাকা রিটার্ন পেতে পারেন গ্রাহকরা।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হল ভারতের অন্যতম বৃহৎ রাষ্ট্রয়ত্ত ব্যাংক। বর্তমানে এই ব্যাংকের কাস্টমার সংখ্যা আশ্চর্যজনকভাবে ছাড়িয়ে গেছে অন্য সকল ব্যাংকে। আজকের দিনে চাকরিজীবী হোক কিংবা সাধারণ মানুষ, চোখ বন্ধ করে নিজের জমানো অর্থ ইনভেস্ট করেন ভারতীয় স্টেট ব্যাংকে। তবে সাধারণ সুদে বিনিয়োগ করার চেয়েও ভারতীয় স্টেট ব্যাংকে এমন কয়েকটি বিনিয়োগ পদ্ধতি রয়েছে, যেখান থেকে কোন প্রকার ঝুঁকি ছাড়াই মোটা অংকের টাকা রিটার্ন পেতে পারেন গ্রাহকরা। চলুন দেখে নেওয়া যাক, ঝুঁকি ছাড়াই কোথায় বিনিয়োগ করবেন আপনি-
SBI YONO: এটি হলো ভারতীয় স্টেট ব্যাংকের অনলাইন অ্যাপ্লিকেশন। যেখান থেকে গ্রাহকরা টাকা ট্রান্সফার, বিভিন্ন স্কিমে বিনিয়োগ, ঋণ দেওয়া কিংবা ক্রেডিট কার্ড পরিষেবার মত সুবিধা পেয়ে থাকেন। তাছাড়া, বিভিন্ন সময়ে ক্যাশব্যাক পেয়ে থাকেন গ্রাহকরা।
SBI Pay: এটি হলো ভারতীয় স্টেট ব্যাংকের ডিজিটাল পরিষেবা। SBI Pay অ্যাপ্লিকেশন ব্যবহারের মাধ্যমে খুব সহজে গ্রাহকরা শপিং, মানি ট্রান্সফার, ক্রেডিট কার্ড বিল সহ একাধিক কর্মকাণ্ড করতে পারেন।
এসবিআই মানি মার্কেট ফান্ড: ভারতীয় স্টেট ব্যাংকের এটি অন্যান্য পরিষেবা হল এসবিআই মানি মার্কেট ফান্ড। যেখানে বিনিয়োগের মাধ্যমে স্বল্প সময়ে মোটা অংকের টাকা রিটার্ন পান গ্রাহকরা।
SBI নিফটি: ভারতীয় স্টেট ব্যাঙ্ক নিজের গ্রাহকদের জন্য SBI নিফটি সুবিধাটি প্রদান করে থাকে। আমেরিকার কোন শেয়ার মার্কেটে বিনিয়োগ না করেও SBI নিফটি-এ বিনিয়োগ করে মোটা টাকা রিটার্ন পেতে পারেন গ্রাহকরা।
তবে ভারতীয় স্টেট ব্যাংকের কোন স্কিমে বিনিয়োগ করার আগে সেই স্কিমের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে সঠিক তথ্য জানুন। বিষয়টি নিয়ে গবেষণা করার গুরুত্ব ভুলবেন না। তবে বিনিয়োগ করার সময় সর্বদা দীর্ঘমেয়াদি সময়ের জন্য বিনিয়োগ করুন। এতে লাভের পরিমাণ তুলনামূলকভাবে বেশি পাবেন।