Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

ভোটের মুখে সারদা কাণ্ডে ইডির তলব, হাজিরা দিলেন তৃণমূল প্রার্থী মদন মিত্র

এর আগেও মদন মিত্রকে সারদা কাণ্ডে সিবিআই গ্রেফতার করেছিল

Advertisement

একুশে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকে তুঙ্গে রাজ্যবাসীর উত্তেজনা। প্রতিনিয়ত তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব চোখে পড়ছে। এই মুহূর্তে রাজ্যের প্রত্যেকটি রাজনৈতিক দল অন্য দলকে নিচু করতে ব্যস্ত। তারই মধ্যে আজ অর্থাৎ শুক্রবার সারদা মামলা তদন্তের জন্য ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল প্রাক্তন মন্ত্রী তথা কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রকে। তিনি আজ ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে ইডি-র দপ্তরে এসে উপস্থিত হয়েছেন। নির্বাচনের মুখে তৃণমূল পদপ্রার্থীর ইডি-র দপ্তরে হাজিরা দেওয়া বঙ্গ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

সারদাকাণ্ডে এর আগেও মদন মিত্রকে গ্রেপ্তার করেছিল সিবিআই। তখন তার বিরুদ্ধে অভিযোগ ছিল প্রভাব খাটানো ও রাজনৈতিক নেতা হিসাবে আধিপত্য বিস্তার করে ভুল কাজ করানো। তবে এবার ইডি অন্য কারণে কামারহাটি তৃণমূল প্রার্থীকে তলব করেছে। এবারে মদন মিত্রের বিরুদ্ধে তদন্ত চলছে মানি লন্ডারিং অ্যাক্টের ভিত্তিতে। সূত্র মারফত জানা গেছে, মদন মিত্রকে টাকা সাইফনিং এর বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। মদন মিত্র ছাড়াও সারদা মামলার জেরে ইডি অফিসে তলব করা হয়েছে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ, নিতু সরকার ও আহমেদ হাসান ইমরানকে।

প্রসঙ্গত উল্লেখ্য, আজ ইডি দপ্তরে পৌঁছে মদন মিত্র সংবাদমাধ্যমে সামনে সরাসরি বলেছেন, “আমাকে এর আগেও যখন তলব করা হয়েছে আমি এসেছি। আবার আজকেও এলাম। যা জানতে চাইবে তা জানাবো। আমার কিছু বলতে কোন অসুবিধা নেই। সেন্ট্রাল এজেন্সি মনে করেছে তাই আমায় ডেকেছে। আমি যা জানি সব বলে দেব। এবার কেন ডেকেছে বা কি কারণ সেই নিয়ে আমার কিছু বলার নেই।”

Related Articles

Back to top button