ক্রিকেটখেলা

ফের ক্রিকেট ম্যাচ ইডেনে, জানুন খেলার সময়, তারিখ

Advertisement

ভারতীয় দল এই মুহূর্তে নিউজিল্যান্ড সফরে রয়েছে। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট খেলা হচ্ছে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে। এই সিরিজের পর ভারতের পরবর্তী সিরিজ রয়েছে ঘরের মাঠে। মার্চ মাসে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ খেলতে ভারত সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। ১২ মার্চ ধরমশালায় প্রথম ম্যাচ খেলা হবে। দ্বিতীয় ম্যাচটি হবে লখনৌতে ১৫ ই মার্চ। ১৮ মার্চ তৃতীয় ও অন্তিম ম্যাচটি আয়োজনের দায়িত্ব পেয়েছে কলকাতা।

কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে ১৮ মার্চ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা একদিনের আন্তর্জাতিক ম্যাচের জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ভারতীয় দলের প্রথম গোলাপি বলের দিনরাতের ঐতিহাসিক টেস্ট ম্যাচের পর আবার কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে ইডেন গার্ডেন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই ম্যাচের টিকিট ছাপানোর কাজ। এই ম্যাচের আনন্দ উপভোগ করতে দর্শকদের ভালো রকম গাঁটের কড়ি খসাতে হবে তা বেশ আঁচ করা যাচ্ছে।

আরও পড়ুন : ভারতীয় শিবিরে খারাপ খবর, অবসরের ইঙ্গিত দিলেন বিরাট কোহলি

যেটা জানা যাচ্ছে টিকিটের প্রাথমিক মূল্য রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৬৫০ টাকা। এছাড়াও থাকছে ১০০০ ও ১৫০০ টাকা মূল্যের টিকিট। আর কয়েকদিনের মধ্যেই দর্শকদের কাছে অনলাইনে টিকিট উপলব্ধ হয়ে যেতে চলেছে। দক্ষিণ আফ্রিকা দল সবেমাত্র নতুন অধিনায়ক পেয়েছে। ফাফ দু প্লেসিকে সরিয়ে তরুণ কুইন্টন ডি কক কে অধিনায়ক করেছে তারা। ডি কক, রাবাডাদের বিরুদ্ধে লড়াই বেশ জমে উঠবে বিরাটদের এবং সেই লড়াই উপভোগ করতে তৈরি ইডেন গার্ডেনও।

Related Articles

Back to top button