Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Sourav Ganguly: চলতি আইপিএলে ইডেন গার্ডেন্স হলো সেরা ভেন্যু, সার্টিফিকেট দিলেন সৌরভ গাঙ্গুলী

Updated :  Friday, May 27, 2022 10:04 PM

আইপিএলের মেগা আসরের দুটি মেগা ম্যাচের জন্য সাজিয়ে তোলা হয়েছিল বাংলার গর্বের স্টেডিয়াম ইডেন গার্ডেন্সকে। ক্রিকেটের নন্দনকানন বিগত কয়েকদিন ধরে বিনোদনের সেরা কেন্দ্র হয়ে উঠেছিল। চলতি আইপিএলের দুটি নজরকাড়া ইভেন্ট আয়োজন করেছিল সৌরভ গাঙ্গুলীর বোর্ড। সেই মেগা আসরের সমাপ্তি হতেই নিজের মাঠকে বিরাট সম্মানে সম্মানিত করলেন সৌরভ গাঙ্গুলী।

লখনউ সুপার জায়েন্টসের বিপক্ষে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের ম্যাচ সমাপ্ত হতেই গভীর রাতে একটি টুইট করেন সৌরভ গাঙ্গুলী। যেখানে ইডেন গার্ডেন্সকে নিয়ে আপ্লুত হতে দেখা গেছে মহারাজকে। তিনি লিখেছেন,  “ইডেন সেরা ভেন্যু। দু’দিনে ৮০০ রান হল। দু’টি ম্যাচেরই ফলাফল নির্ধারিত হল শেষ ওভারে গিয়ে। একেবারে কার্পেটের মতো আউটফিল্ড। বিকেলে ঝড়বৃষ্টি হওয়া সত্ত্বেও সময়মতো ম্যাচ শুরু হল। স্টেডিয়ামের সব আসন ভর্তি। ঠিক যেন ছবির মতো। সত্যিই আইপিএলের প্লে-অফের জন্য ইডেনের থেকে ভাল মাঠ হতেই পারে না।”


চলতি আইপিএলে ইডেন গার্ডেন্সের পর্ব মিলিয়ে বর্তমানে সৌরভ গাঙ্গুলী আমেদাবাদের শ্রী নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অপেক্ষা করছেন আরও দুটি মেগা ম্যাচের জন্য। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল এবং মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে পৃথিবীর সবচেয়ে বড় এই স্টেডিয়ামের। বিষয়টি নিয়ে বেশ ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছেন মহারাজ।
Sourav Ganguly: চলতি আইপিএলে ইডেন গার্ডেন্স হলো সেরা ভেন্যু, সার্টিফিকেট দিলেন সৌরভ গাঙ্গুলী
চলমান রত আইপিএলের মেগা অসর শুরু হয়েছিল মুম্বাইকে কেন্দ্র করে। করোনার দাপটে মুম্বাইয়ের পার্শ্ব সংলগ্ন চারটি স্টেডিয়াম নিয়ে আইপিএলের মেগা ইভেন্ট আয়োজন করার পরিকল্পনা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে দিন গড়াতে এবং করোনার প্রকোপ কিছুটা কমতে এর পরিধি বাড়াতে শুরু করে ভারতীয় ক্রিকেট বোর্ড। তার ফলস্বরূপ ইডেন গার্ডেন্সে দুটি এবং শ্রী নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুটি ম্যাচ আয়োজন করার সিদ্ধান্ত নেন মহারাজ। আর প্রথম পরিকল্পনাতেই শতভাগ সাফল্য সৌরভ গাঙ্গুলীর ক্রিকেট বোর্ড।