বাংলাদেশের সম্মতির পর বিসিসিআই নভেম্বরে ইডেন গার্ডেনে দিনরাতের টেস্ট ম্যাচ আয়োজনের জন্য তোড়জোড় শুরু করে দিল। ভারত ও বাংলাদেশ দুটি দেশই এখন পর্যন্ত একটিও দিনরাতের টেস্ট ম্যাচ খেলেনি। আজ ২৯ শে অক্টোবর বাংলাদেশের কোচ রাসেল ডোমিঙ্গো ও খেলোয়াড়দের সাথে আলোচনার পর বিসিবি বিসিসিআইকে সম্মতির কথা জানাই। ডোমিঙ্গো বলেন “এটা অত্যন্ত গর্বের এবং ঐতিহাসিক বিষয় যে ইডেন গার্ডেন এর মত ক্রিকেট গ্রাউন্ডে আমরা প্রথম দিন রাতের টেস্ট খেলব”।
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন “আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি যে ইডেন গার্ডেন ভারতের প্রথম দিনরাতের টেস্ট ম্যাচটি আয়োজন করবে এবং এই ধরনের সংক্ষিপ্ত নোটিশে আমাদের অনুরোধটি গ্রহণের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও তার দলকে ধন্যবাদ জানাই। আমি ভারতের ক্যাপ্টেন বিরাট কোহলিকেও সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই”।
এই মুহূর্তে বিসিসিআইয়ের কাছে গোলাপি বলের অভাব থাকতে পারে। সৌরভ গঙ্গোপাধ্যায় চাইছেন বোর্ডের প্রতিনিধিরা বল প্রস্তুতকারী সংস্থার সঙ্গে যেন তাড়াতাড়ি কথা বলে যাতে আগামী ১০ দিনের মধ্যে সংস্থা পর্যাপ্ত বল প্রস্তুত রাখতে পারে। ভারত ও বাংলাদেশের খেলোয়াড়রা যাতে সঠিকভাবে গোলাপি বলে প্রস্তুতি সারার যথেষ্ট সময় পায় সেদিকে তিনি সচেষ্ট।