তড়িৎ ঘোষ : পাঁচ দিন ধরে চলা টেস্ট ম্যাচে এখন দর্শক সংখ্যা খুব একটা লক্ষ্য করা যায় না। সদ্যসমাপ্ত ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে দর্শক ছিল হাতেগোনা। তাই আক্ষেপ করতে শোনা যায় ভারতীয় ক্যাপ্টেন বিরাট কোহলিকে। শচীন তেন্ডুলকর ও প্রাক্তন খেলোয়াড়রা টেস্ট ম্যাচকে আকর্ষণীয় করে তোলার জন্য ম্যাচে আরও নতুনত্ব আনার প্রস্তাব দেন।
টেস্ট ম্যাচ সাধারণত দিনের বেলায় সংগঠিত হয়। অফিস-কাছারি, স্কুল-কলেজ থাকায় মাঠমুখো হননা দর্শকগন। তাই এই সমস্যার সমাধান হিসেবে উঠে আসে দিন-রাতের টেস্ট ম্যাচ। সৌরভ গাঙ্গুলী বোর্ড সভাপতি হওয়ার পর ইডেন গার্ডেনে প্রথমবারের জন্য ভারতের মাটিতে হতে চলেছে দিন-রাতের টেস্ট ম্যাচ। নভেম্বরের ২২-২৬ তারিখ অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।
এই ম্যাচের জন্য অনলাইন ও অফলাইন দুই ভাবে টিকিট বিক্রি করছে সিএবি কর্তৃপক্ষ। গত সপ্তাহের সোমবার থেকে অনলাইন টিকিট বিক্রি শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যেই প্রায় সমস্ত টিকিট বিক্রি হয়ে যায়। সূত্র মারফত জানা যাচ্ছে ৫০০০০ টিকিট বিক্রি হয়ে গেছে ইতি মধ্যেই। এমনকি ডেইলি টিকিটের প্রথম তিন দিনের একটি অনলাইন টিকিটও আর অবশিষ্ট নেই। ১৪ই নভেম্বর ইডেনের কাউন্টার থেকে শুরু হবে অফলাইন টিকেট বিক্রি। তাই গোলাপি বলের ম্যাচে ইডেন গার্ডেন যে হাউসফুল হতে চলেছে সে বিষয়ে আশাবাদী সিএবি কর্তৃপক্ষ।