২০২১ এর বিধানসভা ভোট কি তবে এগিয়ে আসছে? কেন্দ্রীয় নির্বাচনের তৎপরতা ভোট নিয়ে তুঙ্গে। আবারও রাজ্যে তথা বাংলায় আসতে চলেছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। নির্বাচনের প্রস্তুতি ঠিক চলছে নাকি তা দেখতেই এবং ভোটের তালিকা নিয়ে ফের পর্যালোচনা করার জন্য ১২ এবং ১৩ জানুয়ারি কলকাতায় আসবেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন(Sudeep Jain)।
করোনা আবহে আগের বছর বিধানসভা ভোট হয়েছে বিহারে। এই রাজ্যে তবে কি ভোট হবে? সূত্র হতে জানা গিয়েছে যে, মে-তে নয়, এপ্রিলের শেষেই বাংলায় হবে বিধানসভা নির্বাচন। নির্বাচন দ্রুত সেরে ফেলতে চাইছে নির্বাচন কমিশন। করোনা পরিস্থিতিতে ভিড় এড়িয়ে যেতে প্রয়োজনে বুথ অথবা বাড়ানো হতে পারে ভোট কেন্দ্রের সংখ্যাও, এমনটাই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। দ্রুত হারে চলছে ভটার তালিকা সংশোধনের কাজও। নির্বাচন কমিশন হতে জানানো হয়েছে, ১৫ ই জানুয়ারি প্রকাশ করা হবে সংশোধিত ভোটারদের তালিকা। আর তার ঠিক ২ দিন আগে আবারও বাংলা সফরে আসছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। তার উদ্দেশ্য, নির্বাচনের প্রস্তুতি ঠিক চলছে নাকি খতিয়ে দেখা এবং ভোটারদের তালিকা পর্যালোচনা করা।
প্রসঙ্গত উল্লেখ্য, সাধারণত যখন ভোটের প্রস্তুতি চলে তখন নির্বাচন হতে খতিয়ে দেখতে আসলে , আগে তারা বৈঠক করেন জেলাশাসক এবং পুলিশ সুপার কমিশনারদের সাথে। স্বীকৃত জাতীয় এবং আঞ্চলিক দলগুলি প্রতিনিধির কাছে থেকে তাদের কথা শোনা হয়। এর আগে ডিসেম্বরে ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছিলেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। সূত্রের খবর, সেবার মুখ্যসচিব ও দক্ষিণবঙ্গের জেলাশাসক ও পুলিস সুপারদের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। পর্যালোচনা করেছিলেন বিভিন্ন জেলার পুলিস ও নির্বাচনী আধিকারিকদের রিপোর্ট।