Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

এক দিনে কামান কয়েক হাজার টাকা, কোনো দিন পুরনো হবে না এই ব্যবসা

Updated :  Saturday, September 30, 2023 4:12 PM
  • ব্যবসা করার ইচ্ছা অনেকের থাকে। কিন্তু সব সময় করা হয়ে ওঠে না। ব্যবসা না করার পিছনে অনেক কারণ থাকে। সবার আগে অনেকে হয়তো টাকার কথা বলবেন। ব্যবসা শুরু করার জন্য টাকার দরকার পড়ে এটা ঠিকই। কিন্তু সব ব্যবসাতেই যে প্রচুর টাকা লাগে এমনটা কিন্তু না।

ব্যবসা করতে গেলে মূলত দরকার পড়ে বুদ্ধির। ব্যবসায়িক বুদ্ধি যদি না থাকে তাহলে প্রচুর টাকা ঢেলেও মনের মতো ব্যবসা দাঁড় করানো যাবে না। কখন কী ব্যবসা করছেন, সেই ব্যবসায় উৎপাদিত জিনিসের চাহিদা বাজারে আদৌ আছে কি না সেটা জানা আগে খুব দরকার। মার্কেট পরখ করে নেওয়ার পরে ব্যবসা শুরু করলে লোকসান হওয়ার সম্ভাবনা কম। আজ এমন একটা বিজনেসের কথা আপনাদের বলবো যেখানে ঝুঁকি বা লোকসানের পরিমাণ কম। এবং প্রফিট মার্জিন খুব বেশি।

Business idea 2023

যদি ব্যবসা দাঁড় করাতে পারেন তাহলে একদিনে ৫ হাজার টাকা উপার্জন করাও অসম্ভব নয়। কী সেই বিজেনস? আমরা আপনাকে বলছি ইলেকট্রিক বাতি বা প্রদীপ বিক্রি করার কথা। আজকাল সবই ইলেকট্রিক হয়ে গিয়েছে। মাটির প্রদীপ, সলতে, তেল এসবের ঝক্কি না পুইয়ে অনেকে ইলেকট্রিক প্রদীপ একেবারে কিনে রাখেন। ইলেকট্রিক প্রদীপ তৈরি করা খুবই সহজ।

বিভিন্ন কোম্পানি এর প্রয়োজনীয় সামগ্রী হোল সেলে বিক্রি করে। সেগুলোকে জোড়া লাগলেই আপনার কাজ শেষ। বিক্রি করে ভালো মুনাফা আছে।