Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ঘোড়ায় চেপে এলো বর, চুপিসারে বিয়ে সারলেন জনপ্রিয় অভিনেত্রী

Updated :  Sunday, January 24, 2021 9:46 AM

টেলিটাউনে এই মুহূর্তে চলছে বিয়ের মরসুম। কোনো এক অজ্ঞাত কারণে এই বছরের মধ্যেই সমস্ত অবিবাহিত টেলিতারকারা বাঁধা পড়ছেন সাত পাকে।  ব্যতিক্রম হলেন না এমিলা সাধুখাঁ(Emila sadhukhan)ও।  সম্প্রতি এমিলা বিয়ে করলেন তাঁর দীর্ঘদিনের প্রেমিক  অমিত বার্ণওয়াল(Amit varnwal)-কে।  অবাঙালি ছেলে অমিতের সঙ্গে 2020 তে বিয়ে হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা পিছিয়ে গিয়েছিল।  বিয়ের আচার বাঙালি মতে হলেও অমিত ঘোড়ায় চড়ে ‘বারাত’ নিয়ে এসেছিলেন।  ব্যান্ডপার্টি বাজিয়ে নাচতে নাচতে বরযাত্রীরা এসেছেন কনের বাড়ি। এরপর বাঙালি মতে পালাবদল ও সিঁদুর দান হয়েছে।

এমিলার পরনে ছিল সবুজ-লাল রঙের কম্বিনেশনের বেনারসী শাড়ি ও ভারী গয়না। কিন্তু অবাঙালি বিয়ের রীতি অনুযায়ী,  অমিতের পরনে ছিল অফ হোয়াইট রঙের শেরওয়ানি ও মাথায় মেরুন রঙের পাগড়ি।   এমিলা ও অমিতের বিয়েতে নিমন্ত্রিত ছিলেন এমিলার বন্ধু ও সহশিল্পী অর্কজ্যোতি পাল চৌধুরী (Arkajyoti paul Chowdhury), পায়েল দত্ত (payal Dutta), রূপসা (Rupsa)। এমিলার বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।  নেটিজেনরা শুভেচ্ছা জানিয়েছেন নবদম্পতিকে।

জি বাংলার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘রাধা’র নামভূমিকায় অভিনয় করেছিলেন এমিলা।  গ্রামের সাদাসিধে এবং কিঞ্চিত মোটা মেয়ে রাধার বিয়ে হয়েছিল একজন নামী  ডিজাইনারের বাড়িতে।  রাধার চরিত্রের রসিক দিকের উপর নির্ভর করে আবর্তিত হয়েছিল সিরিয়ালের কাহিনী।  রাধার চরিত্রে রীতিমত জনপ্রিয় হয়েছিলেন এমিলা।  এই চরিত্রে অভিনয় করার জন্য তাঁকে অনেকটা ওজন বাড়াতে হলেও পরবর্তীকালে  কড়া ডায়েট ও ওয়ার্কআউট করে শেপে ফিরে এসেছেন এমিলা। এছাড়া ‘কে আপন কে পর’, ‘মুখোশের আড়ালে’-তেও অভিনয় করেছেন এমিলা।