সুশান্তের মৃত্যুর পর সারাদিন কাঁদছেন, মনের অবস্থা ভালো নেই, জানালেন করণের বন্ধু

গত ১৪ই জুন আত্মহত্যা করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার মৃত্যুর পর থেকেই প্রবল আক্রমণের শিকার হয়েছেন খ্যাতনামা পরিচালক করন জোহর। এরপরেই নাকি মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। তার…

Avatar

গত ১৪ই জুন আত্মহত্যা করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার মৃত্যুর পর থেকেই প্রবল আক্রমণের শিকার হয়েছেন খ্যাতনামা পরিচালক করন জোহর। এরপরেই নাকি মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। তার এক বন্ধু জানিয়েছেন করন জোহর নাকি বারবার কেঁদে বলছেন, “আমি কি করেছি যার জন্য আমায় নিয়ে এত ঘৃণা?”

উল্লেখযোগ্য, ৩৪ বছর বয়সী অভিনেতা সুশান্তের মৃত্যুর পর থেকেই বলিউডের স্বজনপোষণের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছে গোটা দেশ। আঙ্গুল উঠেছে তাবড়-তাবড় সেলিব্রেটিদের বিরুদ্ধে। আর সেই তালিকায় রয়েছেন আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, সলমন খান, করন জোহর এবং সোনম কাপুর।

ট্রোলের মাত্রা এতোটাই বেড়ে গিয়েছে যে, সোশ্যাল মিডিয়ায় কমেন্ট সেকশন লিমিটেড করে দিয়েছেন করন, আলিয়া, সোনম এবং করিনা কাপুরেরা। ট্যুইটার ছেয়ে গিয়েছে #বয়কট_করন ক্যাম্পেনে। অন্যদিকে পরিস্থিতির শিকার হয়ে নিজের ট্যুইটার অ্যাকাউন্টটি ডিএক্টিভেট করে দিয়েছেন সোনাক্ষী সিনহা।

এই বিষয়ে করনের ওই বন্ধু বলেছেন করন নিজেকে অপরাধী মনে করছে, কারণ তার কাছের কয়েকজন মানুষকে আক্রমণের শিকার হতে হয়েছে। এমনকি তার ৩ বছরের যমজ সন্তানদেরও খুনের হুমকি দেওয়া হয়। অন্যদিকে অনন্যা পান্ডে যার সঙ্গে নাকি সুশান্তের কোনো সম্পর্কই নেই তাকেও আত্মহত্যা করতে বলা হয়।

সুশান্ত আত্মহত্যা কান্ডে করনের প্রতিক্রিয়া জানতে চাইলে তার বন্ধু বলেন, “আইনজীবীর পরামর্শ অনুযায়ী এই সময় চুপ থাকাই ভালো। তাছাড়া করন কথা বলার অবস্থাতেই নেই। ওর সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে। প্রচন্ডই ভেঙে পড়েছে, এই মুহূর্তে ওকে দেখে মনে হচ্ছে ভাগ্যের চরম প্রহসনের শিকার হয়েছে সে।”