রিয়াকে সামনে বসিয়ে এই চারটি প্রশ্ন করতে পারে সিবিআই

রিয়াকে সমন পাঠানো হবে আজ দুপুরে। তাকে চার দফায় প্রশ্ন করা হবে. কী সেই চারটি প্রশ্ন চলুন দেখে নিই। 1. 8th জুনের পর কেন রিয়া সুশান্তের নম্বর ব্লক করেন? 2.…

Avatar

রিয়াকে সমন পাঠানো হবে আজ দুপুরে। তাকে চার দফায় প্রশ্ন করা হবে. কী সেই চারটি প্রশ্ন চলুন দেখে নিই।

1. 8th জুনের পর কেন রিয়া সুশান্তের নম্বর ব্লক করেন?

2. সুশান্তের অসুস্থতার সময় রিয়া কোন কোন ডাক্তারের পরামর্শে ওষুধ দিতেন?
কোন কোন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছিলেন রিয়া?

3. ওষুধ কী তিনি তাঁর বাবার পরামর্শে দিতেন?

4. রিয়া ও সুশান্ত যেই বাড়িতে থাকতো, লোকডাউনের পর ওই বাড়িতে আর কে কে আসতো?

মূলত এই চারটি প্রশ্ন করা হবে বলে এখনো পর্যন্ত খবর.. তবে রিয়ার আইনজীবী জানিয়েছেন যে তাঁরা এখনো পর্যন্ত কোনো সমন পাননি. তবে আশা করা হচ্ছে দুপুরের মধ্যে সেই সমন পৌঁছে যাবে রিয়ার বাড়িতে.

45 দিনের মধ্যে সিবিআই কে এই কেস সল্ভ কররে হবে. তাই সিবিআই এর টিম চার ভাগে তৎপরতার সঙ্গে কাজ করছে. ইতিমধ্যে এক টিম পৌঁছে গেছে স্পিরিচুয়াল হিলিং ক্লাসে. সেখানে সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করা হবে. সুশান্ত কেন ওখানে যেতেন বা করা তাঁর সঙ্গ দিতেন এই ব্যাপারে বিশদে জানার চেষ্টা করছে সিবিআই এর আধিকারিকরা