দুই বলিউড অভিনেত্রীকে ড্রা’গ মাফিয়া বলে সরাসরি আক্রমণ কঙ্গনার

বলিউডে ড্রাগের সংযোগ আছে এই নিয়ে সরব হয়েছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। সুশান্ত মেসের পর থেকেই কঙ্গনা রানাউত একাই বলিউডের এই অন্ধকার দিকের কথা প্রকাশ্যে আনেন। যদিও ২০১১ তে ফারদিন খান…

Avatar

বলিউডে ড্রাগের সংযোগ আছে এই নিয়ে সরব হয়েছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। সুশান্ত মেসের পর থেকেই কঙ্গনা রানাউত একাই বলিউডের এই অন্ধকার দিকের কথা প্রকাশ্যে আনেন। যদিও ২০১১ তে ফারদিন খান কে কোকেন ব্যবহার ও রাখার জন্য গ্রেফতার করেছিল এনসিবি। সুতরাং বলিউডে মাদক যোগ হয়তো নতুন বিষয় নয়। সুশান্ত মৃত্যুর পর তাঁর শরীরের ময়নাতদন্ত সঠিক ভাবে হয়নি। এই নিয়ে অনেক জল ঘোলা হলে শেষে মনের ময়না তদন্ত শুরু করে মনবিদরা। এছাড়া রিয়া ও সৌভিকের সমস্ত ইলেক্ট্রনিক্স ডিভাইস বাজেয়াপ্ত করে সিবিআই। এর পরেই এনসিবি-র হাতে বিশেষ কিছু তথ্য প্রমাণ আসে। পরপর তিনদিন টানা ম্যারাথন জেরার মুখেই রিয়া স্বীকার করে নেন তাঁর দোষ। ব্যাস এরপর থেকেই বলিউডের মাদক যোগ বিষয়টি জোরালো হয়ে ওঠে।

কঙ্গনা বলিউডের একের পর এক প্রযোজক ও অভিনেতাদের নাম নিতে থাকেন। ঠিক এখানেই কঙ্গনার বিরধিতা করেন দিয়া মির্জা, সোনাম কাপুর, বিদ্যা বালান, এবং রিয়ার ঘনিষ্ঠ বান্ধবী। কঙ্গনার কথার সমর্থন করেননি এই কয়েকজন বিশেষ অভিনেত্রী। এরপরে এঁদের উপর চড়াও হন কঙ্গনা। সোনাম, দিয়া কে সরাসরি ‘মাফিয়া’ বলে কটাক্ষ করেছেন কঙ্গনা রানাউত। চলুন দেখে নিই সোনাম কাপুর ঠিক কি ট্যুইট করেছেন এবং কঙ্গনাও পাল্টা কি জানিয়েছেন।