এম্প্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন এবারে করে ফেলল একটা বড় ঘোষণা। যার ফলে মুখে হাসি ফুটেছে সাধারণ মানুষের। ২০২২-২৩ আর্থিক বছরের জন্য ইপিএফও সাধারণ চাকরিজীবীদের একাউন্টে সুদের হার বৃদ্ধির কথা ঘোষণা করে দিয়েছে। অর্থ মন্ত্রকের তরফ থেকে সোমবার এই সুদের হার বৃদ্ধির বিষয় নিয়ে জানানো হয়েছে। ৮.১৫ শতাংশ হতে চলেছে এই সুদের হার যা আগের বছর ছিল ৮.১০ শতাংশ। অর্থাৎ সবমিলিয়ে ০.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে সুদ।
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের সার্কুলার অনুসারে বোর্ড এই বছর মার্চ মাসে সুদের হার ৮.১০ শতাংশ থেকে বৃদ্ধি করে ৮.১৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছিল। রিপোর্ট অনুসারে, সুপারিশ এর পর সুদের হার নিয়ে অর্থ মন্ত্র এক একটি বিজ্ঞপ্তি জারি করেছে এবং সেই বিজ্ঞপ্তি জারি করার পরেই সদস্যদের একাউন্টে জমা করা টাকার উপরে সুদের হার বৃদ্ধি করা হচ্ছে। সাধারণভাবে আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে এই সুদের হার বৃদ্ধি করার কথা জানিয়ে দেয় অর্থমন্ত্রক। কিন্তু এবারে একটু দীর্ঘ সময় অপেক্ষা করতে হলো। জানা যাচ্ছে ২০২৩ সালের আগস্ট মাস নাগাদ একাউন্টে সুদ পৌঁছাতে শুরু করবে।
২০২১-২২ আর্থিক বছরের জন্য ইপিএফও সদস্যদের জন্য সুদের হার ছিল ৮.১০ শতাংশ। উল্লেখযোগ্য বিষয়টি হলো এই সুদের হার ৪০ বছরের মধ্যে ছিল সর্বনিম্ন। শেষ ১৯৭৭ সালে ৮% সুদের হার নির্ধারণ করা হয়েছিল এই ইপিএফও একাউন্ট এর ক্ষেত্রে। কিন্তু তারপর থেকে সুদের হার ৮.২৫ শতাংশের বেশি ছিল। কিন্তু এই প্রথম এতটা কম হয়ে গিয়েছিল সুদের হার। তবে এবার কর্মীদের মুখে অবশ্যই হাসি ফুটবে কারণ সুদের হার অবশ্যই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে সারাদেশে প্রায় সাড়ে ছয় কোটি ইপিএফও গ্রাহক রয়েছে। ফলে সবার জন্যই বিষয়টা অত্যন্ত লাভজনক হতে চলেছে।














