Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

একুশে নির্বাচনের পর বাংলায় ফের ক্ষমতায় তৃণমূল, জানাল জনমত সমীক্ষা

Updated :  Thursday, March 11, 2021 9:14 AM

একুশে বিধানসভা নির্বাচন দোড়গোড়ায় এসে উপস্থিত হয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে ৮ দফার বাংলা বিধানসভা নির্বাচন। এই মুহূর্তে প্রত্যেকটি রাজনৈতিক দলের শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে উঠেছে। এরইমধ্যে এবারের নির্বাচনে যে হেভিওয়েট লড়াই হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই বঙ্গবাসীদের। নির্বাচন প্রাক্কালে কে কেমন ফল করবে তা ধারণা করে নিতে ব্যস্ত প্রত্যেক রাজনৈতিকবিদ। ইতিমধ্যেই তৃণমূল তাদের ২৯১ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে এবং অন্যদিকে বিজেপি প্রথম দুই দফা নির্বাচনের জন্য ৬০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। প্রার্থী তালিকা নিয়ে দলের মধ্যে ক্ষোভ ও নির্বাচনী লড়াইয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে সরগরম গোটা বঙ্গ রাজনীতি।

এরইমধ্যে এক সংবাদমাধ্যম জনমত সমীক্ষা করেছে এবং সেই সমীক্ষা অনুযায়ী তারা জানিয়েছে, এখন বাংলায় তৃণমূল মোট ১৫৪-১৬৪ আসন পেতে পারে। অন্যদিকে বিজেপির ঝুলিতে যাবে ১০২-১১২ টি আসন। এছাড়া এবারের নির্বাচনের জোট সংগঠন অর্থাৎ বাম কংগ্রেস আইএসএফ জোট ২২-৩০ টি আসন জিততে পারে। এছাড়া বাকি ১-৩ টি আসন জিততে পারে অন্যান্যরা। প্রসঙ্গত সংবাদমাধ্যমের দ্বিতীয় দফার উল্লিখিত সমীক্ষায় প্রথম দফার তুলনায় তৃণমূলের সম্ভাব্য আসন সংখ্যা বেড়ে গেছে ৮ টি । অন্যদিকে বিজেপির কমেছে ৯ টি।

সংবাদমাধ্যমের সমীক্ষা অনুযায়ী, একুশে বিধানসভা নির্বাচনে জেতার দৌড়ে এগিয়ে আছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসকদল। মোট ২৯৪ বিধানসভা কেন্দ্রে আসনের মধ্যে ১৫৪-১৬৪ আসন পেলে ঘাসফুল শিবির যে গেরুয়াকে ভালোভাবে টেক্কা দিতে পারবে, তা নিয়ে কোন সন্দেহ নেই। তবে গত বিধানসভা ভোটের ফলাফলের সাথে বিচার করলে তৃণমূলের ফল যে অনেকটাই নেমে যাবে তা বলার অপেক্ষা রাখে না। এরপর নির্বাচন হলে তার ফলাফল বঙ্গবাসীকে কতটা চমক দিতে পারবে, সেটাই দেখার।