Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Facebook Now Meta: বদলে গেল ফেসবুকের নাম, সংস্থার নতুন নাম ‘মেটা’

Updated :  Thursday, October 28, 2021 10:38 PM

ফেসবুক কোম্পানির প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ জানিয়ে দিলেন যে তার কোম্পানির নতুন নাম হল মেটা প্লাটফর্ম। বৃহস্পতিবার রাতের দিকে ফেসবুকের তরফে এই ঘোষণা করা হয়েছে, নয়া সংস্থার নাম হচ্ছে ‘মেটা’। যদিও এর ব্যবহার করা ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের নাম অপরিবর্তিত থাকবে। উন্মোচিত নতুন লোগো অনেকটা গণিতের ইনফিনিটি চিহ্নের মতো যার রং হবে নীল।

শুক্রবার (ইংরেজি মতে এবং ভারতীয় সময় অনুযায়ী) একাধিক টুইটবার্তায় ফেসবুকের তরফে এদিন বলা হয়, ‘ফেসুবকের সংস্থার নতুন নাম মেটার ঘোষণা করা হচ্ছে। মেটাভার্স তৈরি করতে সাহায্য করছে মেটা। যে মেটাভার্স হল এমন একটি জায়গা, যেখানে আমরা থ্রিডি মাধ্যমে খেলব এবং যোগাযোগ স্থাপন কবর। সামাজিক যোগসূত্রের নয়া অধ্যায়ে স্বাগত।’ সঙ্গে বলা হয়, ‘তারা যে অ্যাপগুলি তৈরি করি – ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং হোয়্যাটসঅ্যাপ, সেগুলির নাম একই থাকবে।’

যেমন নতুন নামের সাথে আসছে একাধিক নতুন ফিচার। আর সকল উপভোক্তাদের নিজস্বতা রক্ষা করার জন্য থাকছে একাধিক নতুন প্রাইভেসি প্রযুক্তি, তথ্য প্রকাশ কিংবা গোপন করার একাধিক নতুন প্রযুক্তি এবং প্যারেন্টাল কন্ট্রোল প্রযুক্তি।তাছাড়াও উপভোক্তারা নিজেদের ডিজিটাল কার্টুন তৈরি করে নেট দুনিয়ায় একাধিক জায়গায় ভ্রমণ করতে পারবেন।

Facebook Now Meta: বদলে গেল ফেসবুকের নাম, সংস্থার নতুন নাম ‘মেটা’

প্রসঙ্গত, আজ মেটাভার্স তৈরির কথা বলেছে ফেসবুক, সেই শব্দ প্রথম ব্যবহার করা হয়েছিল তিন দশক আগে একটি কাল্পনিক উপন্যাসে। ফের সেই ধারণা আমেরিকার সিলিকন ভ্যালিতে নতুন করে উন্মাদনা করেছে। যে মেটাভার্স বলতে এমনই একটা ভার্চুয়াল পরিবেশ, যা বিভিন্ন ডিভাইস ব্যবহার করে মানুষ ব্যবহার করতে পারবেন।