বেশ কিছুদিন ধরে বিরোধীপক্ষ বিজেপি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ আনছে যে তারা প্রধানমন্ত্রীর “পিএম কিশান সম্মান নিধি” বাংলা কৃষকদের কাছে পৌঁছে দিচ্ছে না। এবার একুশে নির্বাচনের আগে বিরোধীদের মুখ বন্ধ করতে ব্যাপারটি সমাধান করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই তিনি কিষান সম্মান নিধি নিয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারকে চিঠি দিয়েছিলেন। সেই চিঠিতে তিনি জানিয়েছিলেন কৃষকদের টাকা সরাসরি রাজ্য সরকারের কোষাগারে পাঠানো হোক। যদিওবা তাতে সম্মতি জানায়নি কেন্দ্র সরকার। বরং তারা জানিয়েছে, রাজ্য সহযোগিতা করলে কৃষকদের একাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে।
এই কেন্দ্র সরকারের দাবিতে আজ সাড়া দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ কেন্দ্র সরকারের প্রস্তাবে সম্মতি দিয়েছেন। এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারকে ফোন করেছিলেন। ফোনে কথা বলার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “ওরা এখনো বলছে ওরা ডিরেক্ট টাকা দেবে। এর পেছনে কি রাজনৈতিক উদ্দেশ্য আছে আমি সব বুঝি। কিন্তু আমি চাইনা রাজনীতির জন্য আমার কৃষক ভাইরা কষ্ট পাক। ওরা কিষান সম্মান নিধি টাকা পাক আমি এটাই চাই। আমি কৃষকদের সঙ্গে রাজনীতি করবো না।”
সূত্র মারফত জানা গিয়েছে এবার রাজ্যের তরফে নোডাল অফিসার নিয়োগ করা হবে। তাদের দেওয়া আবেদনকারীর তালিকা খতিয়ে দেখবে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন ভেরিফিকেশন করতে বললে তা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। ভেরিফিকেশন আমরা করে দেব। ঝগড়ার টাকা পেলে পাক। ইতিমধ্যেই জানা যাচ্ছে এই প্রকল্পের আওতায় আছে বাংলার ২১ লক্ষ কৃষক পরিবার।