New Rules: ড্রাইভিং লাইসেন্স থেকে রান্নার গ্যাসের দাম, জুন মাসের শুরুতেই বদলে যাচ্ছে এই নিয়মগুলি
আর কিছুদিন পর থেকেই শুরু হচ্ছে বছরের ষষ্ঠ মাস। প্রতি মাসের শুরুতেই কিছু কিছু নিয়ম পরিবর্তন হয়ে থাকে। ব্যাঙ্কের ছুটি (Bank Holiday) থেকে শুরু করে রান্নার গ্যাসের দাম (LPG Gas Cylinder) সহ বিভিন্ন আর্থিক নিয়মেও আসে পরিবর্তন। জুন মাসের প্রথম থেকেই এমন কিছু কিছু নিয়মে বদল আসতে চলেছে। এক্ষেত্রে অর্থ সংক্রান্ত বৃদ্ধি বা হ্রাসে আমজনতার ক্ষেত্রেও তা চিন্তাদায়ক হতে পারে। কী কী পরিবর্তন আসতে চলেছে জুনের শুরুতে?
মাসের শুরু মানেই রান্নার গ্যাসের দামের দিকে চোখ থাকে আমজনতার। প্রতি মাসের শুরুতেই বিভিন্ন তেল কোম্পানিগুলি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম আপডেট করে থাকে। দাম বাড়ল না কমল সেদিকে নজর রাখেন সকলেই। মে মাসের শুরুতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছিল। কিন্তু বাড়িতে ব্যবহৃত ১৪ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি মে মাসে। জুন মাসের শুরুতেই আবারো একবার বাণিজ্যিক এবং গার্হস্থ্য এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে হবে আলোচনা।
আধার কার্ড আপডেটের সময়সীমা বাড়ানো হয়েছে ১৪ জুন পর্যন্ত। আধার কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে আধার আপডেট করা যাবে। আধার কার্ডে যাদের সংশোধন প্রয়োজন তারা অনলাইনে গিয়ে আধার আপডেট করে নিতে পারেন। আর যদি অফলাইনে আপডেট করাতে হয় তাহলে ৫০ টাকা লাগবে চার্জ। প্রতি মাসে ব্যাঙ্কগুলি কতদিন ছুটি থাকবে সেটাও জানতে হয় আমজনতাকে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জারি করা ব্যাঙ্কগুলির হলিডে লিস্ট থেকে জানা যাচ্ছে, জুনে ব্যাঙ্কগুলি মোট মোট ১০ দিন বন্ধ থাকছে। অর্থাৎ মাসে মোট ৬ দিন সাপ্তাহিক ছুটি ছাড়াও অতিরিক্ত ৪ দিন ছুটি থাকবে ব্যাঙ্ক। এই ছুটি নির্ধারিত হয় বিভিন্ন রাজ্যে আঞ্চলিক উৎসব হিসেবে।
ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যাও মিটতে চলেছে জুন মাসে। নতুন নিয়ম অনুযায়ী, ড্রাইভিং লাইসেন্স পেতে আর আরটিও অফিসে যেতে হবে না। ড্রাইভিং স্কুল থেকেই পাওয়া যাবে লাইসেন্স। সেক্ষেত্রে প্রতিষ্ঠানগুলিতেই পরীক্ষা দিতে হবে চালককে।