কলকাতা : সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে এটিকে মুখোমুখি হয়েছিল মুম্বাই সিটি এফসি। আগাগোড়া রুদ্ধশ্বাস একটি ম্যাচ দেখেছে যুবভারতীর দর্শকেরা। এর পাশাপাশি খারাপ রেফারিংয়ের সাক্ষী থাকল যুবভারতী। মুম্বাইয়ের খেলোয়াড়দের বেশ কয়েকবার কার্ড দেখানোর ক্ষেত্রে কার্পণ্য দেখিয়েছেন রেফারি।
প্রথমার্ধের ৩৮ মিনিটে সুসাইরাজের গোলে এগিয়ে যায় এটিকে। চোটের জন্য আজ প্রণয় হালদার মাঠে নামেননি। ছিলেন না রক্ষণভাগের দায়িত্বে থাকা জন জনসনও। মুম্বাইয়ের বাঙালি খেলোয়ার প্রতীক চৌধুরি ৬২ মিনিটে কর্নার থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান। এক সময় মনে হচ্ছিল দুই দল ১-১ গোলে খেলা শেষ করতে চলেছে।
অতিরিক্ত সময়ে মুম্বাইয়ের হয়ে গোল করেন অ্যাবিউ। তখন মনে হয়েছিল কলকাতা থেকে ৩ পয়েন্ট নিয়েই ফিরবে মুম্বাই সিটি এফসি। ঠিক পরমুহুর্তেই ম্যাচের একদম অন্তিম মুহূর্তে নাটকীয় ভাবে গোল পরিশোধ করে রয় কৃষ্ণা এটিকের হার বাঁচান।