প্রীতম দাস : বেহালায় বিজেপি অফিসে আগুন লেগে ছারখার হয়ে গেল পুরো পার্টি অফিস। দুপুরবেলা আচমকাই আগুন লেগে যায় অফিসে। অফিস সেই সময় তালাবন্ধ অবস্থায় ছিল। বেহালা ১২৮ নম্বর ওয়ার্ড এর বিজেপির মূল অফিস এর সাথে একটি দরমার অস্থায়ী পার্টি অফিস ছিল। দুপুরবেলা তালাবন্ধ থাকাকালীন আচমকাই সেই ঘরে আগুন লেগে সব ভস্মীভূত হয়ে যায়।
ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে। এই ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীরা রাস্তা অবরোধ করে। তাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনাটি ঘটিয়েছে। তারা আরো বলেন যে , তৃণমূলের তরফ থেকে কয়েকদিন ধরে এই পার্টি অফিস দখল করার প্রচেষ্টা করা হচ্ছিল।
তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা আজকে তাদের এই অস্থায়ী কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেন তারা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল সাংসদ মালা রায় বলেন , খোঁজ নেওয়া হবে অগ্নিকাণ্ডের। এই ঘটনা কিভাবে ঘটলো ও এর পেছনে কারো হাত আছে কিনা তার পূর্ণাঙ্গ তদন্ত করে দেখা হবে বলে পুলিশ তরফ থেকে জানানো হয়েছে।