Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

“ভোট আসছে বলে নেতাজির কথা মনে পড়েছে”, প্রধানমন্ত্রীকে কটাক্ষ ফিরহাদ হাকিমের

Updated :  Sunday, February 7, 2021 11:35 PM

নির্বাচনের ঠিক আগে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব ক্রমশ চরমে উঠেছে। প্রায় রোজই রাজ্যে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বদের আনাগোনা বেড়ে গিয়েছে। তারা রাজ্যে এসে ভোটের আগে গেরুয়া শিবিরের প্রস্তুতি খতিয়ে দেখে নিতে চাইছে। কিছুদিন আগেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে ভিক্টোরিয়া মেমোরিয়াল একটি সরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিছুদিন হতে না হতেই আবার আজ রবিবার বাংলার হলদিয়াতে এসেছিলেন প্রধানমন্ত্রী। তিনি আজ এখানে এসে কেন্দ্রের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। তবে প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডের বিষয়ে সমালোচনার সুর শোনা গেছে তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের বক্তব্যে।

আজ রবিবার কলকাতা পৌর প্রশাসক ফিরহাদ হাকিম বাগনানের অন্টিলাতে দামোদর নদের ওপর একটি ৭ কিলোমিটার দীর্ঘ ইকো পার্কের উদ্বোধন করেছেন। সেই পার্কের উদ্বোধন করতে গিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “ভোট আসছে বলে বারবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। ভোটের জন্যই এখন নেতাজির কথা মনে পড়ছে। সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আসবে সেটা ভুল নয়। প্রধানমন্ত্রীর নিশ্চয়ই আসবেন। কিন্তু নির্বাচন আছে বলে বারবার প্রধানমন্ত্রীর বাংলায় আসা একদম মানায় না।”

এছাড়াও এদিন ফিরহাদ হাকিম এর গলায় দিল্লিতে কৃষক আন্দোলন নিয়ে কেন্দ্রের ভূমিকার তীব্র নিন্দা শোনা যায়। তিনি বলেছেন, “রোজ আমাদের দেশে অন্নদাতা কৃষকরা মারা যাচ্ছে। আর প্রধানমন্ত্রী দেশ ঘুরে ঘুরে রাজনীতি করছেন। এর আগেও বিজেপির প্রধানমন্ত্রী ছিলেন অটলবিহারী বাজপেয়ী। কিন্তু তিনি কোনদিন এত নিচে নামেনি। আমাদের দুর্ভাগ্য যে এরকম এক প্রধানমন্ত্রীকে আমাদের দেখতে হচ্ছে।”